সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসএলের প্রথম ড্রাফটে নাম ছিল তাঁর। এরপর মুম্বই ইন্ডিয়ান্স থেকে ডাক আসে। সেই ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম তুলে নেন করবিন বোশ। ব্যাপারটা ভালো চোখে দেখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রোটিয়া অলরাউন্ডারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।

আইপিএল শুরু আগে লিজার্ড উইলিয়ামস চোটের কবলে পড়ার পর ৩০ বছর বয়সি বোশকে প্রস্তাব দেয় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর আইপিএলে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করেননি তিনি। আর যার জেরে কড়া শাস্তির কবলে পড়তে হয়েছে তাঁকে। উল্লেখ্য, পিএসএল ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল বোশকে। পুরো টুর্নামেন্টেই খেলবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ের লোভনীয় 'অফার' পাওয়ার পর তাঁর মন বদলে যায়। পিএসএল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
একটি বিবৃতিতে করবিন বোশ লেখেন, "পেশোয়ার জালমির অনুরাগীদের জন্য সত্যিই দুঃখিত। পিএসএল থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্তে পাকিস্তানের জনগণের প্রতি অনুতপ্ত। শাস্তি মাথা পেতে নিচ্ছি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার ব্যাপারে আশা রাখি।"
ধারে ভারে খ্যাতিতে পিএসএলের চেয়ে অনেক এগিয়ে আইপিএল। এই কোটিপতি লিগে একবার সুযোগ পাওয়ার জন্য যেকোনও ক্রিকেটার মুখিয়ে থাকেন। ক্রিকেট মহলের ধারণা, আইপিএলে সুযোগ পেয়েছেন বলে পাক বোর্ডের দেওয়া শাস্তি নির্দ্বিধায় মেনে নিয়েছেন বোশ।