সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কার্যত ভস্মিভূত হয়ে গেল কারখানা। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত কমপক্ষে ৫৮ জন। বেশ কয়েকটি সিলিন্ডার একসঙ্গে ফেটেই এমন ভয়ংকর বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনা মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে প্রথমে জানা যায়, অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ছ’জনের। তবে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১২-য় দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম ৫৮জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকাল পৌনে দশটা নাগাদ রাসায়নিক কারখানায় যখন সিলিন্ডার ফাটে সেসময় অন্তত ১০০ জন শ্রমিক কারখানার ভিতরই ছিলেন। রাসায়সিক কারখানা হওয়ায় নানা দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল। আর সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দলও।
[আরও পড়ুন: বাঙালি হওয়া কি অপরাধ? NRC ইস্যুতে বিস্ফোরক অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য]
ধুলের এসপি বিশ্বাস পান্ধারে বলেন, একটা নয়। কারখানায় বেশ কয়েকটি সিলিন্ডার ছিল। তাই বিস্ফোরণের পরিমাণও তীব্র হয়। এখনও পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ। উদ্ধারকাজ চলছে। এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়।
[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরি তরুণীদের বিয়ে, হাজতে দুই বিহারি ভাই]
The post রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.