shono
Advertisement

অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মধ্যরাতে বিহারে মৃত ৮

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Posted: 09:08 AM Feb 21, 2024Updated: 09:08 AM Feb 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা বিহারে (Bihar)। ট্রাক ও অটোর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। আহত ৬। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামগড়চক থানা এলাকার লক্ষ্মীসরাই জেলার।

Advertisement

জানা যাচ্ছে, মঙ্গলবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ঝুলনা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। অটোয় ১৪ জন যাত্রী ছিলেন। অটোটি লক্ষ্মীসরাইয়ের দিকে যাচ্ছিল। হঠাৎই উলটো দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। তাঁরা সকলেই জামালপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অটোয় থাকা বাকি ৬ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন অটো চালক মনোজ কুমারও।

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

গভীর রাতেই দুর্ঘটনার খবর দ্রুত পৌঁছয় পুলিশের কাছে। একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মেরেছিল অটোটিকে।

[আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement