সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি পর্যটকবাহী বাস সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ৯ জনের। জখম আরও ৩৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
বুধবার রাতে পালাক্কাডের ভাদাক্কাচেরি এলাকা থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে তামিলনাড়ুর উটির দিকে যাচ্ছিল বাসটি। এর্নাকুলাম জেলার একটি স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা ছিলেন ওই বাসে। কেরল পরিবহণ নিগমের বাসটির গন্তব্য ছিল কোয়েম্বাটুর। স্থানীয় সূত্রে খবর,উটিগামী বাসটি সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। ধাক্কা সামলাতে না পেরে উলটে যায় সরকারি বাসটি। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় প্রশাসনিক কর্তারা এবং উদ্ধারকারী দল।
[আরও পড়ুন: গরবা অনুষ্ঠানে পাথর ছোঁড়ার ‘শাস্তি’, অভিযুক্তদের প্রকাশ্যেই চাবুক মারল গুজরাট পুলিশ!]
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ছাত্রের। চিকিৎসা চলাকালীন এক শিক্ষক এবং সরকারির বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়। বাকি ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারনা, নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সরকারি বাসে ধাক্কা মারে।
কেরলের মন্ত্রী এম বি রাজেশ শোকপ্রকাশ করে জানান আরও ৫ পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
প্রসঙ্গত, দশেরায় উত্তরাখণ্ডে খাদে পড়ে যায় বিয়েবাড়ির বাস। এই ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল।