shono
Advertisement

Coronavirus Update: কড়া বিধিনিষেধের সুফল! রাজ্যে নিম্নমুখী করোনার পজিটিভিটি রেট

একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের।
Posted: 07:35 PM Jan 22, 2022Updated: 08:01 PM Jan 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে জারি রয়েছে কড়া বিধিনিষেধ। হাতেনাতে মিলছে তার সুফল। শনিবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়লেও নিম্নমুখী পজিটিভিটি রেট। মাত্র দু’টি জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। আবার দুই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা একশোর নিচে। সবমিলিয়ে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে তা  প্রায় সকলেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। তবে চিন্তা বাড়িয়ে এদিনও ঊর্ধ্বমুখী রাজ্যে করোনায় মৃত্যুর গ্রাফ। একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন। 

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা কামরায় যুবতীর শ্লীলতাহানি, ফেসবুক লাইভে চাইলেন সাহায্য]

দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। সেখানে ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৬০ জন। উত্তরবঙ্গেও আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৮০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন। করোনা একদিনে প্রাণ কেড়েছে ৩৭ জনের। কলকাতা এবং হাওড়া-দুই জেলাতে মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন।

শুক্রবারের চেয়ে এদিন রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বাড়লেও কমেছে সংক্রমণের হার। এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১১.১৩ শতাংশ। যা গতকাল ১২ শতাংশের উপর ছিল। রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৬৫৭ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কমেছে। 

[আরও পড়ুন: মমতা সরকারের সামাজিক প্রকল্পের প্রশংসা, হাজার কোটি টাকা ঋণ দিল বিশ্বব্যাংক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement