অর্ণব দাস, বারাকপুর: বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে কলকাতার ইসকন। আজ, বৃহস্পতিবার প্রসাদ নিতে ইসকন মন্দিরে যাবেন তিনি। বর্ষীয়ান আইনজীবীকে মন্দিরে নিয়ে যেতে তাঁর বাড়িতে আসেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। সেখানেই তিনি জানান, রবীন্দ্র ঘোষের লড়াইতে ইসকনের সঙ্গে আছে।
চিকিৎসার স্বার্থে আপাতত বাংলায় রয়েছেন ওপারের আইনজীবী রবীন্দ্র ঘোষ। যিনি বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর হয়ে আদালতে লড়াই করছেন। তাঁর স্বপক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্টকে। এবার সরাসরি সাক্ষাৎ দুজনের। ইসকন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়িতে আসেন রাধারমণ দাস। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়। তারপর ইসকনের উদ্দেশে রওনা দেন তাঁরা। ইসকন থেকে যাবেন হাই কোর্টে। সেখানে সংবর্ধনা দেওয়া হবে।
এদিন রবীন্দ্র ঘোষ জানান, ২ তারিখে বাংলাদেশের কোর্ট চিন্ময় প্রভুর শুনানি আছে। সুস্থ থাকলে তিনি আদালতে হাজির হবেন। বর্ষীয়ান আইনজীবী বলেন, "বিভিন্ন দেশ থেকে পাশে থাকার বার্তা দিয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে আমার লড়াই চলবে। সুস্থ থাকলে ২ তারিখ আদালতে যাব। নাহলে আইনজীবী দিয়ে দেব। কিন্তু লড়াই চলবে।" রাধারমণ দাস জানান, "উনি সাহসী মানুষ। লড়াই করছেন।" প্রয়োজনে ইসকন পাশে থাকবে বলে বার্তা তাঁর।