shono
Advertisement

ফিরল দু’বছর আগের মর্মান্তিক স্মৃতি, সাঁতার কাটতে নেমে কলেজ স্কোয়্যারে মৃত কিশোর

ঘটনার তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ৷ The post ফিরল দু’বছর আগের মর্মান্তিক স্মৃতি, সাঁতার কাটতে নেমে কলেজ স্কোয়্যারে মৃত কিশোর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:59 AM Aug 04, 2019Updated: 03:15 PM Aug 04, 2019

অর্ণব আইচ: ফিরল ২০১৭-র ভয়ংকর সেই স্মৃতি৷ উত্তর কলকাতার কলেজ স্কোয়্যারে সাঁতার কাটতে গিয়ে এবার মৃত্যু হল এক কিশোরের পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ শাহবাজ৷ রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ও কলকাতা পুলিশের ডুবুরিরা৷ তাঁরাই ওই কিশোরের মৃতদেহটি জলের গভীর থেকে উদ্ধার করেন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বাবা ৬০ হাজার টাকা দিয়ে ভরতি করেছে, আর ফেরার উপায় নেই’ সুইসাইড নোটে লিখেছেন ঋষিক ]

প্রাথমিক সূত্রে খবর, মৃত কিশোর মহম্মদ শাহবাজ খুব কম দিনই সেখানে সাঁতার শিখতে আসছিল৷ ফলে খুব ভাল সাঁতার জানত না সে৷ রবিবার সকালেও নিময়মতো সাঁতার শিখতে আসে সে৷ কিন্তু কম গভীর পুলটিতে না নেমে, ভুলবশত গভীর পুলটিতে নেমে পড়ে ওই কিশোর৷ এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়৷ তাকে ভেসে উঠতে না দেখে স্থানীয় আমহার্স্ট স্ট্রিট থানায় খবর দেয় কলেজ স্কোয়্যার কর্তৃপক্ষ৷ মুহূর্তের মধ্যে সেখানে আসে পুলিশ৷ আসে কলকাতা পুলিশের ডুবুরি৷ পুলের যে জায়গায় কিশোরকে ডুবে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা, সেই জায়গাতেই খোঁজ শুরু করেন ডুবুরিরা৷ এবং কিছুক্ষণের মধ্যেই দেহটি উদ্ধার করেন তাঁরা৷ জানা গিয়েছে, ইতিমধ্যে ওই কিশোরের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷ শুরু হয়েছে ঘটনার তদন্ত৷ আর শুরুতেই ঘটনার সময় ট্রেনারদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে৷ যখন কিশোর
সাঁতার কাটতে আসে, তখন কতজন ট্রেনার উপস্থিত ছিলেন? তাঁরা কোথায় ছিলেন? ডুবতে দেখেও কেউ কেন বাঁচালেন না? এমন একাধিক প্রশ্ন তুলছেন
তদন্তকারীরা৷ সাঁতারুর মৃত্যুর জেরে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কলেজ স্কোয়্যারের সুইমিং। মৃত্যুর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুল বন্ধ থাকবে বলে জানান কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার

[ আরও পড়ুন: নদিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, জেলা হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট প্রশাসনিক কর্তাদের ]

প্রসঙ্গত, বছর দুয়েক আগেও এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল কলেজ স্কোয়্যার৷ সাঁতার কাটতে নেমে সেবার পুলে তলিয়ে গিয়েছিলেন জাতীয় স্তরের এক মহিলা সাঁতারু৷ মৃতার নাম ছিল কাজল দত্ত। বয়স ৬৭। তিনি শৈলেন্দ্র মেমোরিয়াল লাইফ সেভিং সোসাইটির সদস্য ছিলেন। বাংলা মহিলা টিমের কোচিংও করাতেন। ক্লাবের কর্মীদের সামনেই জলে নামেন তিনি৷ কিন্তু কেউ কলেজ স্কোয়ার সুইমিং পুল থেকে তাঁকে উঠতে দেখেননি।

The post ফিরল দু’বছর আগের মর্মান্তিক স্মৃতি, সাঁতার কাটতে নেমে কলেজ স্কোয়্যারে মৃত কিশোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement