সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ‘মোস্ট ওয়ান্টেড’ কয়লা মাফিয়াকে পাকড়াও করতে গিয়ে বিপত্তি। অভিযোগ, উত্তরাখণ্ডে (Uttarakhand) পুলিশি অভিযানে উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) গুলিতে মৃত্যু হয়েছে এক বিজেপি নেতার (BJP Leader) স্ত্রীর। এই ঘটনায় যোগীর পুলিশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দুই রাজ্যে। জানা গিয়েছে, অপরাধীদের সঙ্গে গুলি, পালটা গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে বিজেপি নেতা গুরতাজ ভুল্লারের (Gurtaj Bhullar) স্ত্রী গুরপ্রীত কৌরের। একই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
যোগীর পুলিশের বক্তব্য, কয়লা মাফিয়া জাফর মোস্ট ওয়ান্টেড অপরাধী। তার নামে ৫০ হাজার টাকার পুরস্কার রয়েছে। তাকে ধরতেই বুধবার জরুরি অপরেশন চালানো হয়। সেই সূত্রেই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল উত্তরাখণ্ডের জসপুরে হাজির হয় বুধবার। পুলিশ জানতে পারে, ওই গ্রামে বিজেপি নেতা গুরতাজ ভুল্লারের বাড়িতে লুকিয়ে রয়েছে জাফর।
[আরও পড়ুন: ‘দেখো দেখো শের আয়া’, হিমাচল প্রদেশে মোদির আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, ভিডিও ভাইরাল]
কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ ভুল্লারের বাড়ির কাছে পৌঁছালে গ্রামবাসীর পুলিশকে ঘিরে ধরে বলে অভিযোগ। তারা কাজে বাধা দেয়। অন্যদিকে একই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাফিয়ারা। গুলি, পালটা গুলির মধ্যে পড়ে যান বিজেপি নেতা গুরতাজ ভুল্লারের স্ত্রী গুরপ্রীত কৌর। গুলি লেগে মৃত্যু হয় মহিলার।
[আরও পড়ুন: মেয়েকে ‘ভূতে ধরেছে’ সন্দেহে কালো জাদুর চর্চা বাবার! গুজরাটে মৃত্যু কিশোরীর]
উত্তরাখণ্ড পুলিশের দাবি, উত্তরপ্রদেশের পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি নেতার স্ত্রীর। অন্যদিকে জখম হন পাঁচজন পুলিশকর্মী। এদের মধ্যে যোগীর রাজ্যের দুই পুলিশকর্মীর শরীরে গুলি লেগেছে। তাঁদের মোরাদাবাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চার পুলিশকর্মীকে বেশ কিছুক্ষণ বন্দি রাখে তারা। তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়। উলটো দিকে স্থানীয়দের বক্তব্য, পুলিশের পোশাক ছিল না। ফলে তারা বুঝতে পারেননি আসলে পুলিশই, না মাফিয়া তারা। পরে বিষয়টি স্পষ্ট হলেও ততক্ষণে যোগীর পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতার স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের হয়েছে।