সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের 'প্রেম' থেকে একেবারে অ্য়াকশন প্যাকড 'টাইগার'। কখনও আবার 'চুলবুল পাণ্ডে' হয়ে 'বজরঙ্গি ভাইজান'। তিনি যে বলি সিংহাসনের 'সুলতান', তাঁর প্রমাণ বক্স অফিসে তাঁর গর্জন। গোটা ছবিতে তো ঝড় তোলেনই। সঙ্গে একঝলক পর্দায় আসলেও, ছবি সুপারহিট। হ্যাঁ, সলমন ম্যাজিক এমনই। পর্দার সেই ম্যাজিশিয়নই শুক্রবার পা দিলেন ৫৯-এ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিনি এখনও বলিউডের এলিজেবল ব্য়াচেলার। পেশি ফোলানো চেহারায় সলমন এখন 'সিকন্দর'ও বটে।
গত কয়েক বছর থেকেই গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোই দল, সলমনের প্রাণের পিছনে পড়েছেন। বার বার তাঁকে প্রাণনাশের হুমকি। রোজই কঠোর থেকে কঠোর হচ্ছে সলমনকে ঘিরে থাকা নিরাপত্তা। কিন্তু সলমনের দাবাংপনা রয়েছে একইরকম। তাঁকে দমিয়ে রাখা বড্ড কঠিন। আর হবে নাই বা কেন, বলিউডের ভাইজান বলে কথা।
তা এবারে কী হচ্ছে সলমনের বার্থডে সেলিব্রেশনে?
প্রতিবার সলমনের বাংলো গ্যালাক্সিতেই বার্থডে সেলিব্রেট করা হয়। তবে এবার নিয়ম গেল উলটে। ভাইজানের জন্মদিনের পার্টির সমস্ত দায়িত্ব নিলেন বোন অর্পিতা। আর তা শুরু হল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। বুলেট প্রুফ গাড়িতে চেপে অর্পিতার বাড়িতে দাবাং এন্ট্রি নিলেন সলমন। সলমনের পরে কালো শার্ট, ধূসর রঙের জ্য়াকেট। তবে তিনি একা নন, সলমনের পিছন পিছনই গাড়ি চড়ে এলেন ইউলিয়া ভান্তুর, সোহেল খান, সস্ত্রীক আরবাজ খান, সঙ্গীতা বিজলানির মতো তারকারা। উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়াও।
সূত্রের খবর, কেক কেটে, ভাইজানের প্রিয় খাবার দিয়েই সাজানো হয়েছিল বার্থডে ডিনার টেবিল। এমনকী, অতিথিদের অনুরোধে সলমন নাকি নেচেছেনও।