shono
Advertisement

অভিমানেই কি অবসর নিলেন ধোনি?

বিসিসিআই-এর উচ্চপদস্থ কর্তাদের চাপেই কি হঠাৎ এই সিদ্ধান্ত ক্যাপ্টেন কুলের? The post অভিমানেই কি অবসর নিলেন ধোনি? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Jan 09, 2017Updated: 11:26 AM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই ঘোষণাটা করেছিলেন৷ নতুন বছরের শুরুতেই সবাইকে অবাক করে টি-২০ ও ওয়ান ডে ক্রিকেটে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যাঁর নেতৃত্বে দু-দু’টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সেই ধোনির এই আকস্মিক সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ক্রীড়া জগত৷ তবুও ক্যাপ্টেন কুলের সিদ্ধান্ত ভেবে মেনে নিতে বাধ্য হয়েছিল৷ কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কাহিনি৷

Advertisement

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিজের ইচ্ছেতে নয় বরং অভিমানেই অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি৷ এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের৷ ওই সংবাদমাধ্যমের দাবি, বেশ কয়েকদিন ধরেই নেতৃত্ব নিয়ে চাপ দেওয়া হচ্ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে৷ এমনকী, কয়েকদিন আগে বিসিসিআইয়ের নির্বাচন কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদকে দেখা যায় ঝাড়খণ্ডে গিয়ে ধোনির সঙ্গে কথা বলতে৷ শোনা গিয়েছে সেখানেই নাকি ধোনিকে প্রশ্ন করা হয়, তাঁর ভবিষ্যত পরিকল্পনা কী? আকার-ইঙ্গিতে নাকি এও বোঝানো হয় ২০১৯ সালের বিশ্বকাপে ধোনির বয়স হবে ৩৯৷ আর বিরাট কোহলি সাফল্যের সঙ্গেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন৷

এত কিছুর পর নাকি ক্যাপ্টেন কুলের আর বোর্ডের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি৷ তাই অভিমানেই ৪ জানুয়ারি ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন তিনি, এমনটাই অনুমান৷ ২০১৪ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট দল থেকেও৷ তাই এখন শুধুমাত্র উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবেই সীমিত ওভারের ম্যাচগুলিই খেলবেন সর্বকালের সেরা অধিনায়ক৷ কিন্তু, প্রশ্ন একটা থেকেই গেল৷ এটাই কী তাঁর প্রাপ্য ছিল?

আরও পড়ুন –

(ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি)

(এবার ঠাট্টা করতে গিয়ে নিজেই ভুল করে বসলেন শেহবাগ)

The post অভিমানেই কি অবসর নিলেন ধোনি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement