ধীমান রায়, কাটোয়া: ভরসন্ধেয় গুলি করে ব্যবসায়ীকে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে কী কারণে এই খুন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিযুক্তদের সন্ধানে তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, নিহতের নাম বটু মির্জা ওরফে শাহিদুল। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা তিনি। পূর্ব বর্ধমানের বাদশাহী রোডের ধারে তাঁর ইটভাটা। বিত্তশালী, এলাকায় বেশ প্রভাব ছিল বটু মির্জার। তবে রাজনীতির সঙ্গে কোনও যোগ ছিল না। সূত্রের খবর, এদিন সন্ধেয় ইটভাঁটার কাছে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যবসায়ী। দুষ্কৃতীরা এসে প্রথমে বটু মির্জাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তখনই প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেন ব্যবসায়ী। আশ্রয় নেন এলাকার একটি ঘরে। সেখান থেকে টেনে বের করে ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: তিন খুদেকে ক্যানালে ছুঁড়ে ফেলল ‘মদ্যপ’ CISF জওয়ান! ব্যাপক শোরগোল সামশেরগঞ্জে]
এদিকে শব্দ পেয়ে ছুটে যায় স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নেপথ্যে কী ব্যবসায়িক শত্রুতা? জানার চেষ্টায় পুলিশ।