shono
Advertisement

জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের

ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।
Posted: 08:47 AM Oct 11, 2023Updated: 08:47 AM Oct 11, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বসত বাড়ির জমির সীমানার দখল ঘিরে দুই ভাইয়ের গন্ডগোলের মধ্যে হঠাৎ চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ছোট ভাই। গুলি চালানোর ঘটনায় অভিযোগের তির সিভিক ভলান্টিয়ার দাদার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের করণদিঘির দোমহনা পঞ্চায়েতের গোপালপুর হলদিবাড়ি গ্ৰামের ঘটনা।

Advertisement

নিহতের নাম মহম্মদ নিজামুদ্দিন (২৮)। এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন, “গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হলদিবাড়ির বাড়ির সীমানা জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ শুধু হয়। বচসা হাতাহাতির মধ্যে আচমকা গুলিবিদ্ধ হয়ে বাড়ির উঠোনে লুটিয়ে পড়েন পেশার মজুর ছোট ভাই। গুলিবিদ্ধ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাসপাতাল থেকে স্থানান্তরিত করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পৌঁছতেই মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

[আরও পড়ুন: দুই ছাত্রকে ‘মার’, পথ অবরোধ-শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের]

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত দাদা মহম্মদ কলিমুদ্দিন। পেশায় সিভিক ভলান্টিয়ার। করণদিঘি থানার অধীনে কর্মরত। যদিও ঘটনার পর এলাকা থেকে উধাও হয়ে যায় বলে নিহতের জেঠতুতো ভাই জিয়াউল হকের দাবি। তাঁর অভিযোগ, বছর খানেক আগে কাকার মৃত্যুর পর থেকে ওই দুই ভাইয়ের মধ্যে বাড়ির জমির সীমানায় নিয়ে গোলমাল চলছিল। তবে শুনলাম গুলিতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।” অভিযোগ, দুই ভাইয়ের মধ্যে বচসা চলাকালীন হঠাৎ গুলি ছুটে আসা ছোট ভাই নিজামুদ্দিনের বুকের ডানদিকে। ঘটনা জানাজানি হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। বাড়ি চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘জেলমুক্তদের নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য’, কামদুনিতে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু, পালটা কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement