shono
Advertisement

Breaking News

Pandua

ইদের নমাজ পড়ে ফেরা হল না বাড়ি, বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাসের চালককে আটক করেছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 06:33 PM Mar 31, 2025Updated: 06:33 PM Mar 31, 2025

সুমন করাতি, হুগলি: খুশির ইদ নিমেষে বদলে গেল বিষাদে। নমাজ পড়ে আর বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনায় মারা গেলেন এক তরুণ। আরও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। মর্মান্তিক ঘটনাটি হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় এলাকায়। বাইকের পিছনে বেপরোয়া বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতের নাম শেখ আরিফ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আজ সোমবার খুশির ইদ। রাজ্যের বিভিন্ন জায়গায় মহা সমারোহে ইদ পালন করা হয়েছে। আনন্দে মেতে উঠেছেন বাদিন্দারা। এদিন নমাজ শেষে বাইকে চড়ে বেরিয়েছিলেন দুই তরুণ। হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ আরিফ ও শেখ সাইদ। দুই তরুণ মোটরবাইক নিয়ে বৈঁচি দিক থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিলেন। সিমলাগড় ১৯ নম্বর রেলগেট পার হচ্ছিলেন। সেসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে বেপরোয়াভাবে একটি বাস গিয়ে তাঁদের বাইকে ধাক্কা দেয়। দুজনই রাস্তার মাঝখানে ছিটকে পড়েন।

স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত দুজনকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা বছর আঠারোর শেখ আরিফকে মৃত বলে ঘোষণা করেন। শেখ সাইদের জখমও গুরুতর। গুরুতর আহত শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় চুঁচুড়া সদর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার কথা ওই দুই পরিবারে পৌঁছয়। শেখ আরিফের পরিবারে কান্নার রোল উঠেছে। দুশ্চিন্তায় রয়েছেন জখম তরুণের পরিবারের সদস্যরা। পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। ইদের দিন এমন ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুশির ইদ নিমেষে বদলে গেল বিষাদে। পথ দুর্ঘটনায় মারা গেলেন এক তরুণ।
  • আরও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। মর্মান্তিক ঘটনাটি হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় এলাকায়।
  • বাইকের পিছনে বেপরোয়া বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতের নাম শেখ আরিফ।
Advertisement