অর্ণব আইচ: মদের আসরে বচসা। তার জেরে ইট দিয়ে মাথা থেঁতলে সিভিক ভলান্টিয়ারকে খুনের অভিযোগ উঠল বেশ কয়েকজন নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে বিদ্যাসাগর সেতুর নিচে হেস্টিংস মাজারের কাছে ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, নিহত ইরশাদ হোসেন ওরফে মহম্মদ সানি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। শনিবার মধ্যরাতে তিনি দেখেন হেস্টিংস মাজারের কাছে বেশ কয়েকজন মদ্যপান করছে। হঠাৎই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা। ওই সিভিক ভলান্টিয়ার সেই সময় কর্তব্যরত ছিলেন না। তা সত্ত্বেও তিনি অশান্তি থামাতে এগিয়ে যান। অভিযোগ, মদ্যপরা তাঁর মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করে। এরপর বিদ্যাসাগর সেতুর লোহার পাটাতনেও বেশ কয়েকবার তাঁর মাথা ঠুকে দেওয়া হয়। রক্তারক্তি কাণ্ড ঘটে। অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সানি। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় মদ্যপরা। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানান, মাথার পিছনে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: আক্রান্ত দুই চালক, বাইপাসের দু’পাশে করোনা সংক্রমণের অন্যতম মাধ্যম অটো!]
এই ঘটনার খবর পাওয়ামাত্রই শুরু হয় তদন্ত। ময়দান থানার পুলিশ এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ারকে খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে। মদ্যপান নিয়ে মামুলি বিবাদের জেরে খুন নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। অশান্তি মেটাতে মদ্যপদের মাঝে গিয়ে পড়েছিলেন সিভিক ভলান্টিয়ার নাকি তিনিও ছিলেন মদ্যপানের আসরে, তাও তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, ইদের রাতেই পরিজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন সানির পরিজনেরা।
[আরও পড়ুন: ‘রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন প্রত্যাহার না করলে সরকারকে ভুগতে হবে’, হুঁশিয়ারি দিলীপের]
The post ইট দিয়ে মাথার পিছনে আঘাত, রাতের কলকাতায় মদ্যপদের হাতে খুন সিভিক ভলান্টিয়ার appeared first on Sangbad Pratidin.