shono
Advertisement
Dilip Ghosh

'ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা', পাথরপ্রতিমা বিস্ফোরণে NIA তদন্তের দাবি দিলীপের

কী বলছে তৃণমূল?
Published By: Tiyasha SarkarPosted: 10:21 AM Apr 01, 2025Updated: 10:24 AM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। মঙ্গলবার সকালে গোটা ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে পর্যাপ্ত তদন্ত চেয়ে আগেই অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement

দিন কয়েকের মধ্যে এলাকায় বাসন্তী পুজো রয়েছে। সেই উপলক্ষে সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর। রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। তা থেকেই বিপত্তি। জানা গিয়েছে, বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলি ফাটতে শুরু করে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমোচ্ছিল। মহিলারাও তাদের সঙ্গেই ছিল। আচমকা বিস্ফোরণ ঘটায় বাড়িতে থেকে কেউ বেরতে পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যই। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। একজনকে পাঠানো হয় হাসপাতালে। ভোররাতে মৃত্যু হয়েছে আরও একজনের।

সোমবার রাতেই এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এনআইএ তদন্তের দাবি করেন তিনি। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এবিষয়ে মুখ খুললেন দিলীপ। তিনি বলেন, "ভোট আসছে। সরকার ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। সেই কারণেই বাজির নামে বোমার কারখানা চালাচ্ছে।" এরপরই এনআইএ তদন্তের দাবি জানান তিনি। এদিকে তৃণমূলের কথায়, সরকার বিভিন্ন এলাকার বাজি কারখানা বন্ধ করেছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় লুকিয়ে অনেকে কারখানা চালাচ্ছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো।
  • মঙ্গলবার সকালে গোটা ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • এদিকে পর্যাপ্ত তদন্ত চেয়ে আগেই অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
Advertisement