shono
Advertisement

‘রাজা হতে চাইছেন, নীতি মানছেন না, ED তো পিছনে লাগবেই’, বেফাঁস তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ

বিজেপিকেও বিঁধলেন তৃণমূল বিধায়ক।
Posted: 06:29 PM Oct 16, 2022Updated: 08:49 PM Oct 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিস্ফোরক বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। বললেন, “সবাই রাজা হতে চাইছেন। কিন্তু নীতিটা মানছেন না। ইডি তাঁদের পিছনে লাগবেই।” দলেরই একাংশ প্রসঙ্গে বিধায়কের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Advertisement

দুর্গাপুজোর (Durga Puja 2022) পর তৃণমূলের তরফে রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার বামনগাছিতে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানেই দলের দুর্নীতিগ্রস্থ নেতাদের নিয়ে মুখ খোলেন চিরঞ্জিত চক্রবর্তী। বলেন, “রাজা আর নীতি, এই নিয়ে রাজনীতি। এখন বহু মানুষ নীতি মেনে চলছেন না। কিন্তু রাজা হওয়ার শখটাও ছাড়ছেন না। সবাই রাজা হতে চাইছেন। তাঁদের মধ্যেই দুর্নীতিটা হচ্ছে। ইডি তাঁদের পিছনে লাগবেই।” নিজে দুর্নীতির ধারে পাশেও নেই বলেই এদিন জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, “যারা রাজা হতে চাইছে না, মানে আমার মতো….আমাকে ইডি-সিবিআই ফোন করলে কথা বলতে পারি। ডাকতে পারি বাড়িতে। কিন্তু আমি নিশ্চিত তাও আসবে না।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্যের ভিডিও।

[আরও পড়ুন: ‘হাঁটু ভেঙে দেব’, উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি প্রসঙ্গে ফের বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহর]

দলের একাংশকে কৌশলে বিঁধলেও কেন্দ্রকে আক্রমণ করতেও ছাড়েননি বিধায়ক (MLA)। তিনি বলেন, “ওদের কাছে দুটি রিভলভার আছে-ইডি, সিবিআই। আমাদের কাছে লাঠি আছে, যার নাম সিআইডি।” যদিও নিয়োগ দুর্নীতি বা গরু পাচার কাণ্ডে প্রভাবশালীদের গ্রেপ্তারি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলেই দাবি বিধায়কের। তাঁর কথায়, “চালে দু-চারটে কাঁকড় থাকতেই পারে। কিন্তু তার জন্য চালটা খাব না, এটা তো হয় না। চাল তো খেতেই হবে।”

[আরও পড়ুন: চলে গেলেন ওআরএসের জনক, ৮৮ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি বাঙালি চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার