চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: দুর্গা বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি। এলাকার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা উত্তেজিত জনতার। দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি নতুন দুর্গাপুজো করার পরিকল্পনা করছিলেন স্থানীয়রা। তা নিয়ে এলাকার বর্তমান কাউন্সিলরের সঙ্গে বিরোধ বাঁধে। এদিকে প্রাক্তন কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায় এলাকাবাসীর পাশে দাঁড়ান। অবশেষে পুজো হয়। মঙ্গলবার রাতে প্রতিমা নিরঞ্জনের জন্য আয়োজন চলছিল জেলপাড়া এলাকায়। তখনই প্রথমে এলাকাবাসীদের মধ্যে অশান্তি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এরই মাঝে কিছু লোকজন ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সলর তথা ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা করে বলে অভিযোগ। তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
[আরও পড়ুন: WB Weather Update: বৃষ্টির বিদায়, ঘূর্ণিঝড়ের চাপ সরতেই বঙ্গে উত্তুরে হাওয়া, রাজ্যজুড়ে কমবে তাপমাত্রা]
পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এবিষয়ে কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “আমি ঘটনার বিন্দুমাত্র জানি না। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনায় জড়ানো হচ্ছে এবং আমার বাড়িতে হামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করুক সবকিছুই প্রকাশ্যে আসবে।” অপরদিকে নতুন পুজো উদ্যোক্তা তথা জেলেপাড়ার বাসিন্দা নিখিল ঘোষ জানিয়েছেন, এলাকার প্রাক্তন কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়ে পুজো করার সহযোগিতা করেছেন বলেই ১০ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা চার নম্বর ওয়ার্ডের লোকজনদের নিয়ে এই ধরনের হামলা করেছে। আমাদের পুজো মণ্ডপের ক্ষতি করেছে।”
[আরও পড়ুন: খেলাকে কেন্দ্র করে TMC ও কংগ্রেসের সংঘর্ষে রণক্ষেত্র মালদহ, জখম ৩, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী]
দেখুন ভিডিও: