shono
Advertisement
Nadia

সম্পর্ক ভেঙে অন্যজনকে বিয়ে, রাগে প্রাক্তন প্রেমিকা ও স্বামীকে কোপাল যুবক!

অভিযুক্ত তাপসের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 12:05 PM Dec 03, 2024Updated: 12:08 PM Dec 03, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: সম্পর্ক ভেঙে অন্যজনকে বিয়ে। রাগে প্রাক্তন প্রেমিকা ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার পানিনালা এলাকায়। আহতরা ভর্তি হাসপাতালে। এদিকে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, নদিয়ার পানিনালার বাসিন্দা অদিতি মণ্ডল। এলাকারই বাসিন্দা তাপস প্রামাণিকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কোনওকারণে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বনগাঁর বাসিন্দা শুভজিৎ ঘোষের সঙ্গে বিয়ে হয়ে যায় অদিতির। অভিযোগ, এর পর থেকেই প্রাক্তন প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার ছক কষছিল অভিযুক্ত তাপস। এরই মাঝে স্বামীর সঙ্গে বাপের বাড়ি যান অদিতি। সেখানে মেলা চলছে। সোমবার রাতে মেলায় গিয়েছিলেন দম্পতি। সেখানে একটি দোকানে খেতে ঢুকেছিলেন। তখনই ঘটে ভয়ংকর কাণ্ড।

প্রত্যক্ষদর্শী মারফত জানা গিয়েছে, আচমকা ধারালো অস্ত্র নিয়ে ওই দম্পতির উপর চড়াও হয় তাপস। এলোপাথাড়ি কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় মেলার মধ্যেই লুটিয়ে পড়ে দম্পতি। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এদিকে অভিযুক্ত তাপসের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্পর্ক ভেঙে অন্যজনকে বিয়ে। রাগে প্রাক্তন প্রেমিকা ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ যুবকের।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার পানিনালা এলাকায়।
  • আহতরা ভর্তি হাসপাতালে। এদিকে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement