shono
Advertisement

Breaking News

প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

জন্মদিনে চিনুন অচেনা কল্পনাকে। The post প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM Mar 17, 2017Updated: 08:22 AM Mar 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরজগতের দিকে যখন তাকাবেন, মনে হবে কোনও নির্দিষ্ট ভৌগলিক সীমানায় আপনার বাস নয়, সারা ব্রহ্মাণ্ডই আপনার আস্তানা৷ উক্তি মহাকাশে পা রাখা প্রথম ভারতীয় মহিলার৷ ১৯৬২ সালের আজকের দিনেই জন্মেছিল হরিয়ানার ডানপিটে মেয়েটা৷

Advertisement

  • বাবা-মা নাম রেখেছিলেন মন্টো৷ কিন্তু কোনওদিন সেই নাম পছন্দ হয়নি কল্পনার৷ তাই মন্টোকে ডাকনামে পরিণত করে কল্পনা নামই নথিবদ্ধ করিয়েছিলেন৷
  • ছোটবেলা থেকেই জানতে জীবনে কী করবেন৷ সেই পথে এগিয়েই পাড়ি দিয়েছিলেন আমেরিকায়৷ ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে  স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন৷
  • ছোট থেকে কোনও দিন ক্লাসে প্রথম স্থান অধিকার করেননি৷ তবে হামেশা প্রথম থেকে পঞ্চম স্থানের মধ্যে থাকতেন৷

  • ১৯৮৮ সালে নাসায় কাজ শুরু করেন৷ শুধু মহাকাশ নিয়ে গবেষণা নয়, সার্টিফায়েড বাণিজ্যিক পাইলটও ছিলেন কল্পনা৷ শিখেছিলেন ক্যারাটে৷ ব্যাডমিন্টন খেলতেন৷  নিয়মিত দৌড়ে অংশ নিতেন৷ স্বামী জেন পিয়ের হ্যারিসনের কথায়, যে কাজ তাঁকে রোমাঞ্চিত করত৷ সঙ্গে সঙ্গে তাতে পারদর্শী হতে লেগে পড়তেন৷
  • ১৯৮৩ সালে কল্পনার সঙ্গে বিয়ে হয় হ্যারিসনের৷ হ্যারিসন নিজেও একজন ফ্লাইং ইন্সট্রাক্টর ও এভিয়েশন অথোর৷

  • ১৯৯১ সালে আমেরিকার নাগরিকত্ব পান কল্পনা৷ নাসার ওভারসেট মেথডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি৷ কর্মজীবনের নাসার তরফ থেকে পেয়েছেন একাধিক মেডেল ও সম্মান৷
  • ২০০৩ সালের পয়লা ফেব্রুয়ারি যে কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়, তাতে তিনি ছাড়াও আরও ছয় মহাকাশযাত্রী ছিলেন৷ তবে আশ্চর্যের ব্যাপার হল, শাটলটি জানুয়ারি মাসের ১৬ তারিখ রওনা দিয়েছিল৷ আর ফেরার পথে অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের মাত্র ১৬ মিনিট আগেই ভেঙে পড়ে৷

 

[এবার তাজমহল ওড়ানোর হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন]

[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]

The post প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement