shono
Advertisement

জল না দিয়ে শিশুকে নির্মমভাবে হত্যা, আইএস যুদ্ধাপরাধী তরুণীর বিচার শুরু মিউনিখে

৫ বছরের শিশুকন্যার উপরে নৃশংসতার কাহিনী প্রকাশ্যে আসার পর শিহরিত নেটদুনিয়া। The post জল না দিয়ে শিশুকে নির্মমভাবে হত্যা, আইএস যুদ্ধাপরাধী তরুণীর বিচার শুরু মিউনিখে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Apr 09, 2019Updated: 05:58 PM Apr 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছল জীবনযাপন ছেড়ে চলে গিয়েছিল আইএস-এ যোগ দিতে৷ জঙ্গিদলে যোগ দিয়ে বেড়ে গিয়েছিল নির্মমতা৷ ৫ বছরের শিশুকে তৃষ্ণার জল পর্যন্ত না দিয়ে সে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে৷ ইসলামিক স্টেটের সেই জার্মান  তরুণীর বিরুদ্ধে এবার শুরু যুদ্ধাপরাধের মামলা৷

Advertisement

সালটা ২০১৪৷ জেনিফার ডব্লিউ, মিউনিখের বছর বাইশের তরুণী পড়াশোনা, ঘরবাড়ি ছেড়ে তুরস্ক হয়ে পাড়ি দিয়েছিল সিরিয়ায়৷ সেখান থেকে ইরাকে গিয়ে যোগ দিয়েছিল আইএস জঙ্গিগোষ্ঠীতে৷ সেসময় আইএস বিশ্বের ত্রাস হয়ে উঠেছে৷ ইসলামিক দুনিয়া কাঁপছে তার দাপটে৷ যেমন নৃশংসতা, তেমন শক্তিশালী৷ উন্নত বিশ্বের মানুষজনও তাদের জেহাদে উদ্বুদ্ধ হয়ে দলে দলে যোগ দিয়েছিল আল কায়দা পরবর্তী কুখ্যাত জঙ্গিগোষ্ঠীতে৷ তেমনই একজন জেনিফার ডব্লিউ৷ জঙ্গিদলে যোগ দিয়ে জেনিফারের নৃশংসতা আরও বেড়ে গিয়েছিল৷ অভিযোগ, ক্রীতদাসের মতো ব্যবহার করত দলের অন্যান্যদের সঙ্গে৷ বিয়েও করেছিল এক আইএস সদস্যকে৷ তাহা সাবা নুরির সঙ্গে ইরাকে গিয়ে পেতেছিল সংসার৷ তখন ইরাকেও আইএস-এর দাপট৷

                                               [আরও পড়ুন: হাতির পায়ে পিষ্ট হওয়ার পর দেহ কামড়ে খেল সিংহ! চোরাশিকারীর চরম শাস্তি]

একদিকে সংসার, আরেকদিকে জেহাদ৷ দু’য়ের মাঝে জেনিফারের জীবন একেবারেই সহজভাবে চলেনি৷ একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তার৷ সেটা ২০১৫ সাল৷ ইরাকের মসুল শহর দখল করে নিয়েছে ইসলামিক স্টেট৷ বাসিন্দারা ভয়ে হয় শহর ছেড়ে চলে গিয়েছে, নয়ত জঙ্গিদের হাতে বন্দি৷ এমনই সময়ে এক ইয়াজিদি অর্থাৎ উত্তর ইরাকের এক প্রাচীন জনগোষ্ঠীর এক মা ও মেয়েকে রীতিমত অর্থের বিনিময়ে কিনে নিয়েছিল জেনিফার এবং তাহা৷ মধ্যযুগের স্মৃতি ফিরিয়ে এনে ৫ বছরের ইয়াজিদি কন্যা এবং তার মাকে বাড়ির দাসীতে পরিণত করেছিল৷ তাদের উপর নিত্যই চলত অকথ্য অত্যাচার৷

এমনই একটা দিন বাচ্চা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে৷ জেনিফারের স্বামী তাকে চেন দিয়ে বেঁধে রাখে৷ মেয়েটি একফোঁটা জলের জন্য হাহাকার করতে থাকে৷ কিন্তু একবিন্দু জল দেওয়া দুরঅস্ত, তাকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়৷ এইভাবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়৷ ইরাকের মরু অংশের গনগনে তাপে, জলের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে ৫ বছরের বাচ্চা মেয়েটি৷ ঘটনা জানাজানি হতে নেমে পড়ে মানবাধিকার সংগঠনগুলি৷ যুদ্ধাপরাধ, অস্ত্র আইন, মানবাধিকার লঙ্ঘন, জঙ্গি সংগঠনের সঙ্গে নিবিড় যোগাযোগের মতো একাধিক অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷

                                                           [ আরও পড়ুন : কাঠ খেয়ে গাছ সাফ, আফ্রিকার জঙ্গলের ত্রাস এই খুদে পতঙ্গ]

তারপর কেটে গেছে ৫টা বছর৷ শক্তি ক্ষয় হয়েছে ইসলামিক স্টেটের৷ ধরা পড়ে গিয়েছে জেনিফার, তাহা সাবা নুরিরা৷ সোমবার থেকে মিউনিখ শহরে শুরু হল জেনিফারের বিচার প্রক্রিয়া৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে আইনজীবী হিসেবে লড়ছেন প্রখ্যাত অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি৷ জেনিফারকে কড়া শাস্তি পাওয়ানো তাঁর লক্ষ্য৷ দোষী প্রমাণিত হলে, তার আজীবন কারাবাস হবে৷ তবে বিচার প্রক্রিয়া শুরুর পর জেনিফারের অপরাধের কথা জেনে শিউড়ে উঠছে তাবৎ বিশ্ববাসী৷

The post জল না দিয়ে শিশুকে নির্মমভাবে হত্যা, আইএস যুদ্ধাপরাধী তরুণীর বিচার শুরু মিউনিখে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement