shono
Advertisement

Breaking News

দেড় দিনে সাড়ে পাঁচ হাজার কিমি পথ, ৭ শহরে ৮ সভা! বাহাত্তরেও ‘কর্মযোগী’মোদি

দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার কথা তাঁর।
Posted: 05:07 PM Apr 22, 2023Updated: 05:07 PM Apr 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সাতটি শহর। ৩৬ ঘণ্টায় ৫ হাজার ৩০০ কিমি পাড়ি। সংক্ষেপে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আগামী সফরের সূচি। সোমবার থেকে শুরু হতে চলা এই সফরে মোট আটটি সভা করার কথা প্রধানমন্ত্রীর। যা কার্যতই মনে করিয়ে দিচ্ছে প্রাচীন বাংলা প্রবাদ ‘পায়ের তলায় সরষে’-কে।

Advertisement

জানা যাচ্ছে, দিল্লি থেকে প্রথমে মধ্যপ্রদেশে যাবেন মোদি। তারপর সেখান থেকে যাবেন দক্ষিণের রাজ্য কেরলে (Kerala)। এরপর দমন ও দিউয়ে সভা করার কথা তাঁর, যেটি পশ্চিমে অবস্থিত। শুরুতেই ৫০০ কিমি পথ পেরিয়ে দিল্লি থেকে খাজুরাহো যাবেন তিনি। সেখান থেকে রেওয়ায় গিয়ে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালনে। এরপর ফের তিনি ফিরবেন খাজুরাহো। পেরবেন ২৮০ কিমি পথ। তারপর আকাশপথে ১৭০০ কিমি পেরিয়ে কোচিতে গিয়ে যুব সমাবেশে অংশ নেবেন।

[আরও পড়ুন: দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! কংগ্রেস থেকে বহিষ্কৃত অভিযোগকারী মহিলা নেত্রীই]

মঙ্গলবার কোচি থেকে মোদি যাবেন তিরুঅনন্তপুরম। দূরত্ব ১৯০ কিমি। সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর ফের দেড় হাজার কিমিরও বেশি পথ পেরিয়ে সুরাট হয়ে সিলভাস্সায় যাবেন মোদি। ওই অঞ্চলে অবস্থি নমো মেডিক্যাল কলেজ পরিদর্শন করার কথা তাঁর। পাশাপাশি ওখানেও বহু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ১১০ কিমি পথ পেরিয়ে আসবেন সুরাটে। এবার ৯৪০ কিমি পথ পেরিয়ে দিল্লি ফেরার কথা তাঁর। সব মিলিয়ে এই সময়ের মধ্যেই প্রায় ৫ হাজার ৩০০ কিমি পথ পেরবেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই এমন সফরসূচিতে অনেকেই অবাক হয়েছেন। তবে ওয়াকিবহাল মহলের মতে, মোদির এই ধরনের ‘টাইট’ সূচি বিদেশ সফরেও দেখা যায়। আবার দেশের মধ্যেই দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে আগেও দেখা গিয়েছে তাঁকে। তাই বিষয়টি তাঁদের অন্তত অবাক করছে না।

[আরও পড়ুন: ইফতারের ফল নিয়ে যাওয়ার সময়ই জঙ্গি হামলা সেনার ট্রাকে, ইদ পালন করবে না কাশ্মীরের গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement