সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপরে আত্মঘাতী জঙ্গি হামলা হবে, এই মর্মে চিঠি এসেছিল কেরল (Kerala) বিজেপির (BJP) সদর দপ্তরে। যার পর শোরগোল পড়ে যায় গতকাল। রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে রবিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। হুমকি চিঠিতে ছিল প্রেরকের নাম। সেই সূত্রে আটক করা হয়েছিল এরনাকুলামের বাসিন্দা জোসেফ জন নাদুমুত্তাথিলকে। যদিও তিনি দাবি করেছিলেন, এক প্রতিবেশী তাঁকে ফাঁসিয়েছে। ফরেন্সিক পরীক্ষায় সে কথা সত্যি প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হল জনের প্রতিবেশী জেভিয়ারকে।
কেরল বিজেপির সদর দপ্তরে আসা চিঠিতে বলা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই মানববোমা হামলা হবে মোদির উপরে। হামলা হবে কোচি শহরে। এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। গেরুয়া শিবির জানাতেই দ্রুত ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত জোসেফ জন নাদুমুত্তাথিলকে। যদিও তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। জোশেফের বক্তব্য, তিনি আদৌ হুমকি চিঠি লেখেননি। কেউ তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর নাম ব্যবহার করে এই চিঠি লিখেছে। সম্প্রতি প্রতিবেশী জেভিয়ারের সঙ্গে ঝামেলা হয়েছিল বলেও জানান তিনি।
[আরও পড়ুন: ‘বীরের মতো আত্মসমর্পণ করেছে আমার ছেলে’, দাবি অমৃতপালের গরবিনী মায়ের]
পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জনের বক্তব্যের সঙ্গেই মিলে যায়। কোচির পুলিশ কমিশনার কে সেতু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃত জেভিয়ারের সঙ্গে জনের শত্রুতা ছিল। রাগ মেটাতেই জেভিয়ার হুমকি চিঠি লিখে জনের নাম-ঠিকানা-সহ পোস্ট করে দিয়েছিলেন। ফরেন্সিক রিপোর্টেও সেকথা প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, সোমবার শুরু হচ্ছে মোদির কেরল সফর। তার আগে মোদির হুমকি চিঠি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।