shono
Advertisement

Breaking News

উত্তর কলকাতার রাজবাড়ি থেকে গয়না চুরি! পুলিশের জালে এলাকারই মিস্ত্রি

উদ্ধার হয়েছে খোয়া যাওয়া জিনিস।
Posted: 01:21 PM Nov 06, 2023Updated: 01:21 PM Nov 06, 2023

অর্ণব আইচ: রাজবাড়িতে চুরি! উত্তর কলকাতার একটি রাজবাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গয়না ও সামগ্রী চুরি করে উধাও হয়ে গিয়েছিল চোর। শেষ পর্যন্ত সিসিটিভি দেখে এলাকার এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চোরাই জিনিসপত্র।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ব‌্যক্তির নাম অনুপম শর্মা। উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার পি কে টেগোর স্ট্রিটে রয়েছে ওই ‘রাজবাড়ি’। এখন সেখানে থাকেন বহু বাসিন্দা। একটি ঘরের বাসিন্দারা কয়েকদিন আগে শহরের বাইরে বেড়াতে যান। সম্প্রতি তাঁরা ফিরে এসে দেখেন যে, দরজার লক ভেঙে ঘরের ভিতর ঢুকেছে দুষ্কৃতী। আলমারি খুলে তার ভিতর থেকে কয়েক লক্ষ টাকার গয়না, একটি দামী আইফোন ও আরও কয়েকটি জিনিসপত্র লুঠপাট করা হয়েছে। জোড়াবাগান থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে।

[আরও পড়ুন: কমছে তাপমাত্রা, ঢুকছে উত্তরে হাওয়া, কালীপুজোর আগেই রাজ্যে শীতের আমেজ]

বাড়ির অন‌্য বাসিন্দারা পুলিশকে জানান, বাইরের কেউ এলে তাঁদের নজরে পড়ত। কিন্তু সেরকম কেউ আসেনি। এলাকার একাধিক সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হয়। তাতেই এলাকারই এক ইলেকট্রিক মিস্ত্রির সন্দেহজনক চলাফেরা ধরা পড়ে। সেই সূত্র ধরে তদন্ত করেই অনুপম শর্মা নামে ওই ব‌্যক্তিকে পুলিশ ধরে। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র। এদিকে, মধ‌্য কলকাতার বড়বাজার থেকে চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার এক। বড়বাজারের চিনাবাজারের একটি দোকানের সামনে রাখা কার্টন চুরি করে উধাও হয়ে যায় দুষ্কৃতী। বাজারের সিসিটিভি ক‌্যামেরার ফুটেজ দেখেই রবি সাউ নামে ওই ব‌্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: পুলিশের তদন্তে খুশি নন, সিবিআইয়ের দাবি মছলন্দপুরের নিহত ছাত্রীর পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement