shono
Advertisement

Breaking News

গোমাংস খাওয়ার জের, মুসলমান যুবককে বেধড়ক মার হিন্দু সংগঠনের সদস্যদের

গুরুতর জখম ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ The post গোমাংস খাওয়ার জের, মুসলমান যুবককে বেধড়ক মার হিন্দু সংগঠনের সদস্যদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Jul 12, 2019Updated: 07:46 PM Jul 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিফ স্যুপ খেয়ে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ সেটাই কাল হলো তামিলনাডুর নাগাপত্তিনমের এক যুবকের৷ গোমাংস খাওয়ার জেরে ওই যুবকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল হিন্দু মাক্কাল কাটচি দলের চার সদস্যের বিরুদ্ধে৷ অভিযোগ, মহম্মদ ফৈজান নামে ওই যুবককে লোহার রড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ  করে তারা৷ গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

Advertisement

[ আরও পড়ুন: রাস্তার ধারে বসে যোগাসন, বেপরোয়া গাড়িতে পিষ্ট ৬ বৃদ্ধ]

৯জুলাই রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তামিলনাড়ুর নাগাপত্তিনমের বাসিন্দা মহম্মদ ফৈজান৷ বিফ তাঁর অত্যন্ত প্রিয়৷ তাই রেস্তরাঁয় বসেও বিফ স্যুপ খেয়েছিলেন তিনি৷ হাতে স্মার্টফোন রয়েছে৷ তাই অবসর যাপনের এই মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলেন ফৈজান৷ ওইদিনই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন৷ তাঁর এই পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের৷ নেটদুনিয়ায় ফৈজানের তীব্র সমালোচনা করেন তিনি৷ তা নিয়ে ফৈজানের সঙ্গে বাদানুবাদও হয়৷

ফৈজান ভেবেছিলেন, সমস্যা মিটে গেল৷ কিন্তু আচমকাই তাঁর বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক৷ কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা৷ ধারাল অস্ত্র এবং লোহার রড দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে লুটিয়ে পড়েন ফৈজান৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি৷ ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার আগে অবশ্য নিজে মুখে মারধরের কারণ স্পষ্ট করে আগন্তুকরা৷ গোমাংস খাওয়ার ‘অপরাধে’ হামলা বলেই জানিয়েছে ওই যুবকেরা৷ ধারাল অস্ত্র এবং লোহার রড দিয়ে মারে গুরুতর অসুস্থ মহম্মদ ফৈজান৷ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

[ আরও পড়ুন: ‘সময়মতো চিকিৎসা হলে বেঁচে যেতেন তবরেজ’, প্রাথমিক রিপোর্টে দাবি তদন্তকারীদের]

মারধরের ঘটনায় পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশ কুমার, গণেশ কুমার, মোহন কুমার-সহ মোট চার যুবককে গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে৷ সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের ঐতিহ্য৷ তা সত্ত্বেও গোমাংস খাওয়ার জেরে মারধরের ঘটনায় বাড়ছে অস্বস্তি৷ অশান্তির এই খবরে উদ্বিগ্ন শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা৷

The post গোমাংস খাওয়ার জের, মুসলমান যুবককে বেধড়ক মার হিন্দু সংগঠনের সদস্যদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement