shono
Advertisement
CSK

'দলের বেশিরভাগ প্লেয়ারই যদি...', হায়দরাবাদের কাছ হেরে ধোনি আঙুল তুললেন কাদের দিকে?

একমাত্র প্রশংসা পেলেন 'বেবি এবি' ব্রেভিস।
Published By: Arpan DasPosted: 12:16 AM Apr 26, 2025Updated: 12:16 AM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেলে, পরের মরশুমের চিন্তাভাবনা শুরু করে দেবেন। চিপকের মাটিতে হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হারার পর সেটা শুরু করেই দিতে পারেন ধোনি। কিন্তু কাদের নিয়ে করবেন? ১৭ বছরের আয়ুষ মাত্রে আর মাঝপথে দলে ঢোকা ডেওয়াল্ড ব্রেভিসদের নিয়ে? নিজেও বোধহয় সেটা বুঝতে পারছেন চেন্নাই অধিনায়ক। ম্যাচের পর তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দলের ব্যাটারদের দিকে।

Advertisement

প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে মাত্র ১৫৪ রান। চিপকের পিচে ব্যাট করা একটু কঠিন। কিন্তু প্রথম ইনিংসে সেটা ততটাও কষ্টকর ছিল। কিন্তু টপ অর্ডার বা মিডল অর্ডার, সেই ধারাবাহিকহীনতার ছবিই দেখা গেল চেন্নাইয়ের ব্যাটিংয়ে। ধোনি নিজেও রান পেলেন না। ম্যাচের পর তিনি বললেন, "১৫৪ রান করাটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। উইকেটে সেরকম টার্ন ছিল না। তুলনায় দ্বিতীয় ইনিংসে আমাদের স্পিনাররা সাহায্য পেয়েছে। কিন্তু আমরা অন্তত ১৫-২০ রান কম করেছি।"

চেন্নাইকে হারিয়ে কোনও রকমে প্লে অফের স্রোতে ভেসে রইল হায়দরাবাদ। আইপিএল থেকে এবারের মতো প্রায় ছুটি চেন্নাইয়ের। নয় ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে চেন্নাই। যে চিপককে সিএসকে'র দুর্গ বলা হত, সেখানে তাদের আরসিবি, দিল্লির পর হারিয়ে দিল সানরাইজার্সও। ধোনির বক্তব্য, "এই ধরনের টুর্নামেন্টে একটা-দুটো দুর্বলতা থাকলে কাজ চালানো যায়। কিন্তু দলের বেশিরভাগ প্লেয়ারই যদি ভালো না খেলতে পারে, তাহলে দলে বদল আনতেই হবে। এভাবে সামনের দিকে এগোনো যায় না। আমরা কোনও ভাবেই রান করতে পারছি না।"

তবে যিনি রান করেছেন, সেই ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ ধোনি। তাঁর মতে, মাঝের সারিতে এরকম একজন ব্যাটারেরই দরকার ছিল। মাহি বলছেন, "আমার মতে ও আজ যেটা ব্যাটিংটা করেছেন, সেটাই আমাদের দরকার ছিল। মাঝের ওভারগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে।" ঘটনা হল, এই একই কথা ধোনি রোজই বলে যাচ্ছেন। কিন্তু শুনছে কে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা দিয়েছিলেন, প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেলে, পরের মরশুমের চিন্তাভাবনা শুরু করে দেবেন।
  • চিপকের মাটিতে হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হারার পর সেটা শুরু করেই দিতে পারেন ধোনি।
Advertisement