বাবুল হক, মালদহ: কালীপুজোয় নরবলি? মালদহে মুণ্ডহীন দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার সকালে এক ব্যক্তির মুণ্ডহীন দেহ প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে কিছুটা দূরে তাঁর কাটা মাথা উদ্ধার করা হয়। গাজোল থানার পুলিশ দেহ এবং কাটা মুণ্ড উদ্ধার করেছে। কে বা কারা এমন নৃশংসভাবে ওই ব্যক্তিকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
শুক্রবার সকালে মালদহের গাজোলের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে একজনের মুণ্ডবিহীন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর পায়ে গভীর ক্ষতচিহ্ন। মাথার খোঁজ শুরু করেন স্থানীয়রা। কিছুটা দূরে জঙ্গলের মধ্যে তাঁর মুণ্ড পড়তে থাকতে দেখা যায়। বীভৎস এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় জোর শোরগোল শুরু হয়ে যায়। খবর পৌঁছয় গাজোল থানায়। তড়িঘড়ি আইসি চন্দ্রশেখর ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ এবং মুণ্ড উদ্ধার করা হয়। দেহ এবং মুণ্ড মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার ছিল কালীপুজো। তাই কুসংস্কারের বশে নরবলি দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবার ব্যক্তিগত কারণে নৃশংসভাবে ওই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ। নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত মালদহবাসী। এই প্রথমবার তাঁরা এমন নৃশংস ঘটনার সাক্ষী বলেই দাবি।