shono
Advertisement

Breaking News

ভুয়ো ডাক্তার, টেকনিশিয়ানরাই চালাত হাসপাতাল! দিল্লির অভিজাত এলাকায় মিলল সন্ধান

বার বারই অভিযোগ জমা পড়ছিল ওই হাসপাতাল সম্পর্কে।
Posted: 02:57 PM Nov 16, 2023Updated: 02:57 PM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজন চিকিৎসক। শল্য চিকিৎসকের ভূমিকায় এক মহিলা। একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। সকলেই ভুয়ো। দিল্লির (Delhi) অভিজাত গ্রেটার কৈলাসে সন্ধান মিলল এমনই এক হাসপাতালের। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

Advertisement

অনেকদিন ধরেই ওই হাসপাতালকে ঘিরে অভিযোগ জমা হচ্ছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজন রোগীর মৃত্যু হয়। আর এবছর ২৬ অক্টোবর মারা যান আরও একজন। তাঁরা সকলেই অপারেশনের মাঝপথেই মারা গিয়েছিলেন। সাম্প্রতিক ঘটনাটিতে মৃতের আত্মীয় অবাক হয়ে গিয়েছিলেন এক্স রে, ইসিজি বা অন্য কোনও পরীক্ষা ছাড়াই গলব্লাডার অপারেশন করা হচ্ছে দেখে। মাঝপথেই মৃত্যু হয় রোগীর। এর পরই তাঁর সেই আত্মীয় আবিষ্কার করে অপারেশন থিয়েটারের ভিতরটা সংকীর্ণ ও নোংরা। এমনকী, রোগীর পোশাকও খোলা হয়নি। চিকিৎসকদের পরনেও নেই শল্য চিকিৎসকদের অ্যাপ্রন!

[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]

এবার দিল্লি পুলিশ হাসপাতালের চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকে এপর্যন্ত আগরওয়াল মেডিক্যাল সেন্টার নামের ওই হাসপাতাল সম্পর্কে অন্তত ৭টি অভিযোগ জমা পড়েছে। গত ১ নভেম্বর চার চিকিৎসদের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয় ওই হাসপাতাল বৈধ কিনা তা খতিয়ে দেখতে। এর পরই পুরো বিষয়টি সামনে আসে। অবশেষে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তদের। ঘটনাস্থল থেকে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল ব্লেড, ৪৭টি ভিন্ন ব্যাঙ্কের চেকবই, ৫৪টি এটিএম কার্ড-সহ বহু প্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।

[আরও পড়ুন: ভক্ত-সেবায়েতের পান, গুটখায় নিষেধাজ্ঞা, নয়া নিয়মের বাঁধনে পুরীর জগন্নাথ মন্দির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement