shono
Advertisement

OMG! প্রথম সন্তান জন্মের মাত্র ২৬ দিন পর ফের প্রসব তরুণীর

কীভাবে সম্ভব এমন ঘটনা? The post OMG! প্রথম সন্তান জন্মের মাত্র ২৬ দিন পর ফের প্রসব তরুণীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Mar 28, 2019Updated: 05:38 PM Mar 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমজ সন্তানের জন্ম নতুন কোনও ঘটনা নয়৷ সেক্ষেত্রে সদ্যোজাতদের মধ্যে কয়েক মিনিটের ব্যবধান থাকে৷ কিন্তু প্রথম সন্তান জন্মের পর মাত্র ২৬ দিনের ব্যবধানে আবারও প্রসব! তাও আবার যমজ সন্তানের জন্ম৷ এমন শুনেছেন কখনও? বিরল হলেও, এমনই অবাক করা ঘটনার সাক্ষী ওপার বাংলা৷ পদ্মাপাড়ের বছর কুড়ির ওই প্রসূতির কাহিনি এখন রীতিমতো চর্চার বিষয়৷

Advertisement

আরও পড়ুন: পুতুলের পর এবার তৈমুরের আদলে বিস্কুট!]

যশোরের বাসিন্দা সুমনের সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয় আরিফার৷ আট-ন’মাস আগে ওই দম্পতির কাছে আসে সুখবর৷ তাঁরা জানতে পারেন, শ্রমিক পরিবারে আসতে চলেছে খুদে সদস্য৷ রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে যায়৷ সংসারে টানাটানি রয়েছে ঠিকই৷ তবে অন্তঃসত্ত্বা স্ত্রী’র যত্নে কোনও খামতি রাখেননি সুমন৷ দিব্যি আদর যত্নে ছিলেন আরিফা৷ নিয়ম মেনে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতেন তিনি৷ মাসখানেক আগে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয় আরিফার৷ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷ নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷ প্রথম কয়েকদিন অসুস্থ থাকলেও, আপাতত সুস্থ ছিল সদ্যোজাত-মা দু’জনেই৷  নতুন মা আরিফা দিব্যি তাঁর সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ বাড়ির লোকজনও বেজায় খুশি৷

[আরও পড়ুন: মাইক্রোওয়েভ চ্যালেঞ্জে মেতেছে নেটদুনিয়া, ভাইরাল ভিডিও]

কিন্তু এরই মাঝে নতুন বিপত্তি৷ প্রথম সন্তান জন্মের ছাব্বিশ দিনের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েন আরিফা৷ পেটের যন্ত্রণা শুরু হয় তাঁর৷ কী হয়েছে গৃহবধূর, তা কিছুতেই বুঝতে পারছিলেন না তাঁর পরিজনেরা৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরিফাকে৷ চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষার পর বুঝতে পারেন, প্রসব যন্ত্রণা হচ্ছে তাঁর৷ অস্ত্রোপচার করেন চিকিৎসকরা৷ এবার এক পুত্রসন্তান এবং এক কন্যাসন্তানের জন্ম দেন আরিফা৷

[ আরও পড়ুন: উচ্চতার দৌড়ে পয়লা, বিশ্ব রেকর্ডের পথে অমৃতসরের এই পুলিশকর্মী]

কিন্তু প্রথম সন্তান জন্মের মাত্র ২৬দিন পর আবারও কীভাবে যমজ সন্তান হল আরিফার, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই৷ তাজ্জব চিকিৎসকেরাও৷ গত ৩০ বছরের কেরিয়ারে এমন ঘটনা কখনও দেখেননি বলেই জানিয়েছেন চিকিৎসক দিলীপ রায়৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীলা পোদ্দার বলেন, ‘‘গৃহবধূর প্রথম সন্তান নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই জন্মেছিল৷ নর্মাল ডেলিভারির ফলে সেই সময় চিকিৎসক খেয়াল করেননি, গর্ভে আরও দু’টি সন্তান রয়ে গিয়েছে তাঁর৷ তবে আপাতত তিনটি সন্তানই সুস্থ রয়েছে ওই গৃহবধূর৷’’

[ আরও পড়ুন: সম্পূর্ণ নগ্ন হয়ে বিমানে উঠছেন যাত্রী! কারণ জানলে অবাক হবেন]

মাসে মাত্র ৬০০০ টাকা আয় সুমনের৷ সংসারে অভাব নিত্যসঙ্গী৷ ফুটফুটে তিনটি সন্তানের খরচ কীভাবে সামলাবেন, সে বিষয়ে চিন্তিত দম্পতি৷ তবে স্ত্রী ও সন্তানদের সুখে রাখার চেষ্টা করবেন বলেই হাসি মুখে জানিয়েছেন তিন সন্তানের গর্বিত বাবা সুমন৷

The post OMG! প্রথম সন্তান জন্মের মাত্র ২৬ দিন পর ফের প্রসব তরুণীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement