সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিকশানগরী ঢাকা ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন! বৃহস্পতিবার ঢাকার মহাখালিতে 'পেটের দায়ে' সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এর জেরে একদিকে যেমন পড়শি দেশে রেল চলাচল স্তব্ধ, অন্যদিকে অবরোধের ফলে সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন। বাংলাদেশের রাজধানী শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশিকার প্রতিবাদে এদিন অবরোধ করেন বিপুল সংখ্যক রিকশা চালকেরা।
বৃহস্পতিবার বাংলাদেশি সময় সকাল ৯টা থেকে অবরোধ শুরু করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। আগারগাঁও ও বসিলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে মহাখালি, আগারগাঁও, বসিলার আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। অন্যদিকে মহাখালিতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে কাজের দিনে মহানগরী থমকে গিয়েছে।
ঢাকার পথে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে একশ্রেণির মানুষের ক্ষোভ বহুদিনের। অনেকেই মনে করেন, শহরে যানজট এবং দুর্ঘটনা অন্যতম কারণ এই ব্যাটারিচালিত রিকশা। এর মধ্যেই গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশ দেয়, যেখানে বলা হয়- মহানগরীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে অথবে অথবা বিধিনিষেধ আরোপ করতে হবে। ওই দিন রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পালটা অস্তিত্ব সংকটে পথে নামলেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।