shono
Advertisement

ধর্মীয় ভেদাভেদের চেষ্টা সংবিধান বিরোধী, এই যু্ক্তিতে জোম্যাটোর গ্রাহককে নোটিস

বিতর্কিত গ্রাহক অমিত শুক্লাকে নোটিস পাঠাল জব্বলপুর থানার পুলিশ৷ The post ধর্মীয় ভেদাভেদের চেষ্টা সংবিধান বিরোধী, এই যু্ক্তিতে জোম্যাটোর গ্রাহককে নোটিস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Aug 02, 2019Updated: 09:59 AM Aug 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলমান যুবকের হাত থেকে খাবার নিতে অস্বীকার করে আদতে সংবিধানের অবমাননা করেছেন জোম্যাটো অ্যাপ ব্যবহারকারী অমিত শুক্লা৷ এই অভিযোগে বিতর্কিত গ্রাহক অমিত শুক্লাকে নোটিস পাঠাল জব্বলপুর পুলিশ৷ কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা কিংবা ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরির চেষ্টা সংবিধান বিরোধী বলেই উল্লেখ রয়েছে ওই নোটিসে৷ পুলিশ সুপার অমিত সিং জানিয়েছেন, আপাতত নজরদারিতে রাখা হয়েছে অমিত শুক্লাকে৷ সংবিধান অবমাননার যথাযথ প্রমাণ মিললে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও পুলিশসূত্রে খবর৷

Advertisement

[আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ, সোপিয়ানে শহিদ ১ জওয়ান]

গত বুধবার জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোম্যাটোর মাধ্যমে নিরামিষ খাবার অর্ডার দেন৷ তাঁর কাছে মেসেজ আসে ফৈয়াজ নামে এক যুবক খাবার পৌঁছে দেবে৷ মুহূর্তের মধ্যে ফৈয়াজ ফোন করেন অমিতকে৷ ঠিকানা জানতে চাওয়া হয়৷ ফৈয়াজের দাবি, ফোনের ওপার থেকে অমিত ধর্ম নিয়ে খোঁচা দিয়ে নানা কথা শোনান তাঁকে৷ এরপর অমিত জোম্যাটোকে জানান অ-হিন্দু কারও হাত থেকে খাবার নেবেন না তিনি৷ তবে তাতে মনমতো উত্তর দেয়নি ওই সংস্থা৷ আবারও অমিত জোম্যাটোকে জানান, তবে তিনি খাবারের অর্ডার বাতিল করবেন৷ খাবার সরবরাহকারী ওই সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, যাই করুন না কেন টাকা ফেরত পাবেন না৷ তাতে রাজি হয়ে যান অমিত৷ বাতিল করে দেন অর্ডার৷

[আরও পড়ুন: বৃষ্টিতে প্লাবিত রাস্তায় কুমির! প্রাণ বাঁচাতে এ কী করল সারমেয়?]

কর্মজীবনে প্রথমবার এমন অভিজ্ঞতায় হকচকিয়ে যান ফৈয়াজ৷ যদিও পাশে পান জোম্যাটোকে৷ ওই খাদ্য সরবরাহকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না, খাবারই ধর্ম৷’’ জোম্যাটোর এমন পদক্ষেপে দ্বিধাবিভক্ত নেটিজেনরা৷ অনেকেই বলছেন, ব্যবসার কথা না ভেবে জোম্যাটো যা করেছে তা অবশ্যই প্রশংসাযোগ্য৷ আবার কেউ কেউ খাবার নিয়ে ধর্ম প্রসঙ্গে টেনে এনেছেন হালাল-ঝটকা ইস্যু৷ ধর্ম নিয়ে কোনও মাথাব্যথা না সত্ত্বেও কীভাবে খাদ্যতালিকায় ‘হালাল’ শব্দ ব্যবহার করে জোম্যাটো, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ৷ ‘ঝটকা’ শব্দটিও ব্যবহারের দাবিও জানিয়েছেন হিন্দুত্ববাদীরা৷ যদিও নেটিজেনদের পালটা জবাবে একটি খোলা চিঠি লিখেছে ওই খাবার সরবরাহকারী সংস্থা৷ জোম্যাটো কর্তৃপক্ষের দাবি,‘‘আমরা নিজেরা খাবার তৈরি করি না৷ যেকোনও রেস্তরাঁয় বিক্রি হওয়া খাবার শুধুমাত্র ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়াই কাজ৷ তাই রেস্তরাঁর খাদ্যতালিকায় যা আছে তাই দেখা যায় আমাদের অ্যাপে৷ ‘হালাল’ শব্দ ব্যবহার করে রেস্তরাঁ৷ আমরা না৷ রেস্তরাঁ ‘ঝটকা’ শব্দ ব্যবহার করলে আমরাও করব৷’’

জোম্যাটোর জবাবে যদিও কিছুই আসে যায় না হিন্দুত্ববাদী নেটিজেনদের৷ পরিবর্তে ওই খাবার সরবরাহকারী সংস্থাকে বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷

The post ধর্মীয় ভেদাভেদের চেষ্টা সংবিধান বিরোধী, এই যু্ক্তিতে জোম্যাটোর গ্রাহককে নোটিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement