সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় এখনই পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের পাঠানো সমনে কোনওরকম স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট। কেজরির করা মামলার প্রেক্ষিতে পালটা ইডির বক্তব্য জানতে চেয়েছে আদালত।
আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। সেই সমনের বিরুদ্ধেই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিল্লি হাই কোর্টে তাঁর দাবি ছিল, এভাবে স্বতঃপ্রণোদিত সমন পাঠাতে পারে না নিম্ন আদালত। নিম্ন আদালতের এই মামলা খারিজ করারও আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। গত ১৭ সেপ্টেম্বর আবগারি দুর্নীতি কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। তবে সেই আবেদনে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। পালটা এই সমন ও তাঁর বিরুদ্ধে চলা মামলা খারিজের দাবি জানিয়ে দিল্লি হাই কোর্টে আর্জি জানান।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি মনোজ কুমার কেজরির আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের সমনে কোনও স্থগিতাদেশ দেননি। আপ সুপ্রিমোর আবেদনের ভিত্তিতে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতামত জানতে চেয়েছেন। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগে ইডি কেজরির আবেদনের পালটা জবাব দেবে।
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। মাস দেড়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চান আপ সুপ্রিমো। কিন্তু এখনই সেই স্বস্তি মিলছে না।