shono
Advertisement
Birbhum

বীরভূমের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন! নেপথ্যে পরকীয়া নাকি রাজনীতি? ঘনাচ্ছে রহস্য

ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 08:50 PM Nov 03, 2024Updated: 08:50 PM Nov 03, 2024

দেব গোস্বামী, বোলপুর: উৎসবের মরশুমে পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে। কীভাবে মৃত্যু? তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। সঠিক তদন্তের দাবিতে সরব সকলে। স্থানীয়দের একাংশের দাবি, নেপথ্য থাকতে পারে পরকীয়া। কারও দাবি, রাজনীতির জেরেই পিটিয়ে খুন করা হয়েছে ওই পঞ্চায়েত সদস্যকে।

Advertisement

শনিবার গভীর রাতে বোলপুর সংলগ্ন উত্তর নারায়ণপুরের মাঠ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। প্রথমে তাঁকে বোলপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে বোলপুর- শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির কঙ্কালীতলা গ্রামপঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা সমীর থান্ডারকে। কিন্তু কেন? তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ওই তৃণমূল নেতার একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। পঞ্চায়েতের বর্তমান উপ-প্রধানের সঙ্গেও বিবাদ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন।

পারুলডাঙার বাসিন্দাদের কথায়, ‘‘স্রেফ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমনভাবে পিটিয়ে খুন! খটকা লাগছে। পুলিশ হয়ত অযথা ঝামেলা এড়াতে এই তত্ত্ব খাঁড়া করছে। নিশ্চিতভাবেই অন্যকোনও রহস্য রয়েছে।’’ বোলপুর-শ্রীনিকেতনের তৃণমূলের ব্লক সভাপতি মিহির রায় জানান, "অস্বাভাবিক মৃত্যুর কথা শুনেছি। খুনের কারণ জানি না। তবে দলের কোনও বিষয় নয়৷ যারাই মেরেছে অন্যায় করেছে৷ পুলিশকে বলব কড়া ব্যবস্থা নিতে৷ ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উৎসবের মরশুমে পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে।
  • কীভাবে মৃত্যু? তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। সঠিক তদন্তের দাবিতে সরব সকলে।
  • স্থানীয়দের একাংশের দাবি, নেপথ্য থাকতে পারে পরকীয়া। কারও দাবি, রাজনীতির বলি ওই পঞ্চায়েত সদস্য।
Advertisement