সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সূত্রের খবর বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় রাজধানীতে পৌঁছবেন কোহলি-রোহিতরা।
দেশে ফেরার প্রাথমিক যে পরিকল্পনা ছিল, তা দফায় দফায় পরিবর্তিত হয়েছে বলেই খবর। বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। তার পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি। পিছোতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন।
[আরও পড়ুন: একটাই গোল, বার বার মাস্ক বদল! ইউরোয় এমবাপকে নিয়ে শোরগোল]
সূত্রের খবর অনুযায়ী, বুধবার ভারতের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ বিমানে উঠবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। সেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গিয়েছে বার্বাডোজ বিমানবন্দরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, ট্রফি ফিরছে ঘরে। অবশেষে দেশের সোনার ছেলেরা ঘরে ফিরছেন। বৃহস্পতিবার সকালে বিশ্বজয়ীরা পা রাখতে চলেছেন দেশে। তাঁদের নিয়ে যে দেশ মেতে উঠবে, তা বলাই বাহুল্য।