বাবুল হক, মালদহ: স্কুলের শৌচাগারের ছাদ এবং পাঁচিল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। জখম একজন। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাই স্কুলে। এই ঘটনায় ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃত ও আহতের পরিবার।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম জিসান শেখ (১৭)। তাঁর বাড়ি বাঙ্গিটোলা ফিল্ডকলোনি এলাকায়। আহত জিসান মোমিনের (১৭) বাড়ি জোতঅনন্তপুর এলাকায়। দু’জনেই একাদশ শ্রেণির পড়ুয়া। মৃতের ছাত্রের এক দাদা সফিকুল শেখ জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন তাঁর ভাই স্কুলে গিয়েছিল। টিফিনের সময় শৌচাগারে যায় তারা। তখনই শৌচাগারের ছাদের একটা অংশ এবং পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিসানের মাথার ওপর পড়ে। সেই সময় আরও এক ছাত্র বাথরুমে ছিল। সেও গুরুতর জখম হয়। দু’জনকেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, জিসান শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি আহত ছাত্রকে ভরতি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।
[আরও পড়ুন: ‘ভিআইপি নিরাপত্তা নিয়ে অস্ত্র ঢুকছে’, রানাঘাটের প্রশাসনিক সভায় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর]
স্কুলের শৌচাগারের ছাদ এবং পাঁচিল ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনার বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটেছে বাঙ্গিটোলা হাই স্কুল কর্তৃপক্ষ। এরকম মর্মান্তিক ঘটনা জানাজানি হতেই বাঙ্গিটোলা এলাকায় চরম অসন্তোষ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের শৌচাগারটি বেহাল হয়ে থাকলেও কেন তার সংস্কার করা হয়নি সেই প্রশ্ন তুলেছে মৃত ও আহতদের পরিবার। তাঁদের কথায়, “শিক্ষা অর্জন করতে গিয়ে বাড়ির ছেলেকে জীবন দিতে হল। এই ক্ষতি পূরণ কীভাবে হবে।”
এ বিষয়ে মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, স্কুলের শৌচাগারের ছাদের একটা বড় অংশ এবং পাঁচিল ভেঙে দুই ছাত্র জখম হয়। এরপর গ্রামীণ হাসপাতালে এক ছাত্রের মৃত্যু হয়। আরও একজন জখম হয়েছে। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।