সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ আর রহমানের ত্রিশ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে কি কলকাতাকন্যা? মিউজিক মায়েস্ত্রোর বিচ্ছেদের পর থেকেই সংবাদের শিরোনামে বঙ্গললনা মোহিনী দে। কেন? তার কারণ, এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই (AR Rahman) তাঁর টিমের সহযোগী বেসিস্ট মোহিনী দে-ও (Mohini Dey) সোশাল মিডিয়ায় স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায়। রটে গিয়েছে, রহমান-সায়রাবানুর ত্রিশ বছরের দাম্পত্যে ডিভোর্সের নেপথ্যে নাকি এই বঙ্গকন্যা! শুরু হয় রহমানের সঙ্গে তাঁর পরকীয়ার গুঞ্জনও। এবার যাবতীয় গুঞ্জন, জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ মোহিনী।
মোহিনী দে বর্তমানে ফ্রান্সে। নিজের শো নিয়ে ব্যস্ত সেখানে। এদিকে অস্কারজয়ী কিংবদন্তী শিল্পীর সঙ্গে নাম জড়ানোয় তাঁকে নাগালে পেতে তাঁর মোবাইলে উপচে পড়েছে ফোন, মেসেজ। সত্যিই কিং এ আর রহমানের সঙ্গে প্রেম করছেন তিনি কিংবা তাঁর জন্যই কি রহমানের দাম্পত্যে ফাটল? এহেন নানা গুঞ্জন, জল্পনা বিদেশে ব্যস্ত মোহিনীর কানে পৌঁছতে দেরি হয়নি। এদিকে চারদিক থেকে সাক্ষাৎকারের আবেদন এলেও সকলকে সবিনয়েই প্রত্যাখ্যান করেছেন গিটারবাদক বঙ্গকন্য়া। সকলের জ্ঞাতার্থে মোহিনী সাফ জানিয়ে দিলেন যে, এসব ভুয়ো রটনা, জল্পনা নিয়ে কথা বলে নিজের শক্তিক্ষয় করতে নারাজ তিনি।
মোহিনী দে-র মন্তব্য, 'সাক্ষাৎকারের জন্য পাহাড়প্রমাণ অনুরোধ উপচে পড়েছে আমার কাছে। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছেন। তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য, রটনা-জল্পনাযজ্ঞে কোনওরকম ঘৃতাহূতি করতে নারাজ আমি। এসব ফালতু গুজবে আমার শক্তিক্ষয় করার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।' ইনস্টা স্টোরিতে একথা লিখে পোস্ট করেছেন রহমানের টিমের সহযোগী বেসিস্ট।
বঙ্গকন্যার সোশাল মিডিয়ায় উঁকি দিয়েই দেখা গেল, ডিভোর্স ঘোষণার পর কাজে বিরতি নেননি মোহিনী। বর্তমানে তিনি ব্যস্ত ফ্রান্সে। আর সেখানে শোয়ের মঞ্চ থেকেই গিটারে ঝড় তোলার মুহূর্ত শেয়ার করেন বাঙালি গিটার বাদক। মোহিনী দে আদতে কলকাতার মেয়ে। বয়স মাত্র ২৯। জনপ্রিয় বেসিস্ট হিসেবে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তাঁর নিজেরও একটি ব্যান্ড রয়েছে, তবে রহমানের সঙ্গেও তিনি পারফর্ম করেন। রহমানের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় ৪০ টি শোতে পারফর্ম করেছেন মোহিনী। গান বাংলা এস উইন্ড অব চেঞ্জের মাধ্যমেই জনপ্রিয়তা পান। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। অস্কারজয়ী শিল্পীর সঙ্গে কাজের পাশাপাশি নিজের দেশ-বিদেশে নিজের ব্যান্ডের শো নিয়েও ব্যস্ত থাকেন তিনি।