দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার। ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি শাহাজাহান মোল্লাকে তলব করল সিবিআই। আজ অর্থাৎ শুক্রবার বেলা ১১ টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় একবছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। একের পর এক তাবড় তাবড় নেতা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattyachariya), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকের। তাঁদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতেই আগেই ভাঙড়ের তৃণমূল নেতা শাহাজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সরাসরি হাজিরার নির্দেশ।
[আরও পড়ুন: সপাতালে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোয় চড়িয়ে নিয়ে যেতেই মৃত্যু ভাতারের মহিলার]
জানা গিয়েছে, শুক্রবার সকালেই কলকাতার উদ্দেশ্যে ভাঙড় থেকে রওনা দিয়েছেন শাহাজাহান মোল্লা। যদিও তিনি সিবিআই দপ্তরে যাচ্ছেন কি না, কা খোলসা করেননি। তবে জানিয়েছেন, সন্ধের মধ্যেই ফিরবেন। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়েই নিজাম প্যালেসে যাচ্ছেন শাহাজাহান।