shono
Advertisement

তৃণমূল কর্মীকে পিটিয়ে ‘খুন’, দেহ নিয়ে থানার বাইরে বিক্ষোভ, ব্যাপক উত্তেজনা খড়দহে

এখনও থমথমে এলাকা।
Posted: 06:47 PM Oct 29, 2023Updated: 06:47 PM Oct 29, 2023

অর্ণব দাস, বারাকপুর: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল টিটাগড় পুরসভা এলাকায়। মৃতদেহ নিয়ে বিক্ষোভে পুরপিতা ও তাঁর অনুগামীরা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

ঘটনার সুত্রপাত রবিবার সকালে। অভিযোগ, এদিন টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিকাশ সিংয়ের অনুগামী রৌনক পাণ্ডেকে মারধর করে ১৫ নম্বর ওয়ার্ডের সনু সাউয়ের অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিকাশের আরেক অনুগামী আকাশ প্রসাদ। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। তাঁর মাথায় চোট লাগে।

[আরও পড়ুন: বিশ্বভারতীর নামফলক বিতর্ক: ‘অতিরিক্ত তৈল মর্দন’, উপাচার্যকে বিঁধলেন অনুপম হাজরা]

এর পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই বিকাশ ও তাঁর অনুগামীরা মৃতদেহ নিয়ে খড়দহ থানায় যান সঠিক বিচারের আশায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়দহ থানা এলাকায়। দীর্ঘক্ষণ পর দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও থমথমে এলাকা।

[আরও পড়ুন: বিশ্বভারতীতে নামফলক বিতর্ক: তৃণমূল নেতাদের নিশানা, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ উপাচার্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement