সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সাত মাস পর মুক্তির স্বাদ। যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছেন। মঙ্গলবার মুক্তি পাওয়ার পর এমনই অভিজ্ঞতা হল বলে জানালেন ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিনই মুক্তি পেয়েছেন। অন্য পৃথিবী কারণ, ৫ আগস্ট গৃহবন্দি হওয়ার পর থেকে চেনা দুনিয়াটা আমূল বদলে গিয়েছে তাঁর কাছে। মাঝে ঝিলম দিয়ে অনেক জল গড়িয়েছে। এখন সময় অনেকটাই বদলেছে, মনে করছেন ওমর।
মঙ্গলবার মুক্তি পেয়েই তিনি টুইট করেন, ‘২৩২ দিন পর নির্বাসন পর্ব কাটল। আজ অবশেষে হরি নিবাস ছাড়লাম। চেনা পৃথিবীটাই বদলে গিয়েছে।’ গত ১০ মার্চ ৫১-এ পা দিয়েছেন ওমর। মাস্ক পরিহিত লোকজনদের মধ্যে দিয়ে এদিন হরি নিবাস থেকে বেরোন তিনি। পরনে টি-শার্ট এবং একগাল সাদা পাকা দাড়ি সমেত যখন তিনি বেরলেন তখন বাকিদের মতো তাঁর কাছেও অচেনা সবকিছু। তবে এদিন হরি নিবাস থেকে বেরিয়েই মুফতি মেহবুবা-সহ উপত্যকার বাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের মুক্তির দাবি জানান ওমর। একইসঙ্গে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকা পালনের কথাও বলেন তিনি।
[আরও পড়ুন: জনসুরক্ষা আইন প্রত্যাহার, বাবার পর বন্দিদশা থেকে মুক্ত ওমর আবদুল্লাও]
এদিন মজার ছলে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটানোর উপায়ও বাতলে দেন সোশ্যাল মিডিয়ায়। টুইট করে জানান, কেউ যদি কোয়ারেন্টাইন পিরিয়ডে বেঁচে থাকার মন্ত্র বা লকডাউনে কী করবেন জানতে চান তাহলে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। খুব শিগগিরিই ব্লগ আকারে তা প্রকাশ করব।
উল্লেখ্য, গত বছরের আগস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর সেখানকার সবচেয়ে বড় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতাদের গৃহবন্দি করা হয়েছিল। আটক করা হয় মেহবুবা মুফতিকেও। ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মুফতি – তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করে রাখা হয়। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর রাজ্যে কোনও অশান্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা করেছিল কেন্দ্র। যে অশান্তিতে ন্যাশনাল কনফারেন্স নেতাদের ইন্ধন জোগানোর আশঙ্কাও ছিল। তাই নিরাপত্তার স্বার্থে ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লাদের গৃহবন্দি করা হয়। সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে জনসুরক্ষা আইনে মামলা শুরু হয়।
The post ‘আমার কাছে এ এক অন্য জগৎ’, মুক্তি পেয়ে আবেগঘন টুইট করলেন ওমর appeared first on Sangbad Pratidin.