shono
Advertisement

শহিদ জওয়ানের পরিবারকে সরাসরি টাকা পৌঁছে দেবে ‘ভারত কে বীর’

অক্ষয় কুমারের পরামর্শে অ্যাপটি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ The post শহিদ জওয়ানের পরিবারকে সরাসরি টাকা পৌঁছে দেবে ‘ভারত কে বীর’ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:37 PM Apr 09, 2017Updated: 02:04 PM Apr 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ জওয়ানের প্রাণের মূল্য মেটাতে পারে না কোটি টাকার অর্থ সাহায্যও৷ কিন্তু বাড়ির উপার্জনকারী পুরুষটি চলে গেলে সেই বাড়ির স্ত্রী-সন্তানের প্রবল আর্থিক কষ্টে দিন কাটাতে হয়৷ শহিদ জওয়ানের জন্য হয়তো চোখের জল ফেলা সহজ, কিন্তু সেই জওয়ানের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা কিন্তু ততটা সহজ নয়৷ সেই কঠিন কাজকে সম্ভব করতেই এবার আসরে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ উদ্যোগ নিলেন অক্ষয় কুমার৷

Advertisement

শহিদ জওয়ানের পরিবারের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দিতে একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার৷ অ্যাপটির নাম ‘ভারত কে বীর’৷ সিআরপিএফ-এর ‘শৌর্য দিবস’ উপলক্ষে এই অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক ও সেনাবাহিনীর বিশিষ্ট ব্যক্তিরা৷ শহিদের প্রাণের মূল্য শুধু অর্থে চোকানো সম্ভব নয়, কিন্তু স্বজনহারানো পরিবারের পাশে দাঁড়ানোর রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷

এই অ্যাপের মাধ্যমে শহিদ অধাসেনা জওয়ানের পরিবারের কাছে সহজে ও সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দিতে পারবেন দেশের যে কোনও মানুষ৷ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, “যাঁর হৃদয়ে শৌর্য থাকে, রাষ্ট্রবিরোধী গুলি তাঁর শরীরকে ফুঁড়ে দিতে পারে, কিন্তু হৃদয়কে ভেদ করতে পারে না৷” এই প্রসঙ্গে কমান্ডান্ট চেতন চিতার কথাও উল্লেখ করেন রাজনাথ সিং৷ তিনি আরও বলেন, শহিদ সেনার পরিবারকে আগে ৩০ লক্ষ টাকার বেশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হত না৷ এখন সেই আর্থিক সাহায্যের পরিমাণ বেড়েছে৷” এবার থেকে শহিদদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷


অক্ষয় কুমার বলেন, “একজন অভিনেতা নয়, আজ আমি এক সেনা জওয়ানের পুত্র হিসাবে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি৷” তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তারক্ষীরা শহিদ হলে আমি যতটা পারি অর্থ সাহায্য করি৷ কিন্তু আমার অনেক বন্ধুবান্ধবও তাঁদের পরিবারকে সাহায্য করতে চান৷ তাঁদের জন্যই এই অ্যাপ৷” রাজনাথ সিং বলেন, শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, জওয়ানদের বীরগাথা পড়ে অনুপ্রাণিত হতেও প্রত্যেক ভারতীয়র ‘ভারত কে বীর’ অ্যাপ ও ওয়েবসাইট ভিজিট করা দরকার৷ অক্ষয় কুমারের পরামর্শে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অ্যাপটি তৈরি করেছে৷ আধাসেনার পরিবারকে অনলাইনে অর্থ সাহায্য করতেই এই উদ্যোগ৷

দেখুন ভিডিও:

The post শহিদ জওয়ানের পরিবারকে সরাসরি টাকা পৌঁছে দেবে ‘ভারত কে বীর’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement