shono
Advertisement

বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘শাস্তি’, মারধরের পর চুল কাটা হল মহিলার! গ্রেপ্তার ২

নক্কারজনক ঘটনাটি ঘটেছে হাওড়ায়।
Posted: 07:40 PM Oct 02, 2023Updated: 07:40 PM Oct 02, 2023

অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সালিশি সভা ডেকে মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ মাতব্বরদের বিরুদ্ধে। কেটে নেওয়া হল চুল! খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রজু করে দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) দাশনগরের নিউ মোল্লা পাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ওই এলাকায় সালিশি সভা বসে। সেখানেই প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে মহিলাকে মারধর করা হয়। এমনকী তাঁর চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত মহিলা পুলিশের কাছে অভিযোগও জানাতে পারেননি। তবে খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে মহিলাকে মারধর ও তাঁর চুল কেটে নেওয়ার ঘটনার মূল অভিযুক্ত নিউ মোল্লাপাড়ার মহম্মদ সোনু (৩০) ও নাজিম মোল্লা (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করে দাশনগর থানা। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা যুক্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাকি অভিযুক্তরা এলাকা থেকে পলাতক।

[আরও পড়ুন: পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! তুঙ্গে শাসক-বিরোধী তরজা]

ঘটনা প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠি জানান, ‘‘পুলিশ একটি নির্দিষ্ট মামলা রজু করে তদন্ত করছে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই ধরনের ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে হাওড়া সিটি পুলিশ।’’ ওই এলাকার বাসিন্দারা জানান, পুলিশের তৎপরতাতেই ওই মহিলাকে উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি অভিযুক্তরাও ধরা পড়েছে। এদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে যুবকের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে ওই যুবকের স্ত্রী এই সালিশি সভা ডাকার পিছনে রয়েছে। ওই মহিলাই প্রতিবেশীদের বলে সালিশি সভা ডেকে স্বামীর প্রেমিকাকে মারধর করে ও তাঁর চুল কেটে দেয়। প্রতিবেশী যুবকের স্ত্রীই তার স্বামীর ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রথমে জানতে পারে। তার পরই পাড়া প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটায় বলেই জানতে পেরেছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনে প্রতিবেশী ওই যুবকের স্ত্রীর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ঠিক যেন আস্তাকুঁড়! এক সময়ের উত্তরপাড়া হাসপাতালের বহির্বিভাগই এখন ডেঙ্গুর আঁতুড়ঘর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার