সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির জন্য স্বামীর থেকে শাড়ি চেয়েছিল স্ত্রী। কিন্তু স্বামীর আর্থিক ক্ষমতা তেমন নেই। তাই পারেননি স্ত্রীর আবদার মেটাতে। তাতেই রেগে যায় ওই মহিলা। স্বামীর সঙ্গে ঝগড়ার মাঝে মাত্র বছর তিনেকের কন্যাসন্তানকে বেধড়ক মারধর করতে শুরু করে। তাতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় তার দুধের শিশুর। উত্তরপ্রদেশের আলিগড়ের ওই ঘটনায় মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বছর চারেক আগে রাহুল নামে এক যুবকের সঙ্গে পিংকি শর্মার বিয়ে হয়। বিয়ের সময় একটি কারখানায় কাজ করতেন রাহুল। বছর গড়াতে না গড়াতেই কারখানা বন্ধ হয়ে যায়। বেকার হয়ে যান রাহুল। তারপর থেকে সংসারের আর্থিক অবস্থা প্রায় তলানিতে ঢেকেছে। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে বছর তিনেক আগে জন্ম নেয় কন্যাসন্তান। স্ত্রী এবং সন্তানের খরচ সামলাতে গিয়ে হিমশিম অবস্থা রাহুলের। আর্থিক অনটনের কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকে তাঁর। এই পরিস্থিতিতেই হোলির জন্য স্বামীর কাছে নতুন শাড়ির আবদার করেছিল পিংকি। রাহুল তা দিতে পারেননি। রবিবার সকাল থেকে তাই রাহুল এবং পিংকির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। কথাকাটির মাঝেই ছোট্ট সন্তান কান্নাকাটি জুড়ে দেয়। তাকে থামাতে গিয়ে অধৈর্য হয়ে যায় পিংকি। অমানবিকভাবে অত্যন্ত জোরে শিশুর গালে চড় মারে। অচৈতন্য হয়ে পড়ে খুদে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় খুদের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ট্রাম্পের সফরের সময় অশান্তি পূূর্বপরিকল্পিত, ভিডিও পোস্ট করে অভিযোগ বিজেপির]
রাহুল স্থানীয় থানায় পিংকির বিরুদ্ধে সন্তান খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পিংকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্তানকে খুনের কথা স্বীকার করে নিয়েছে ওই মহিলা। তবে ইচ্ছাকৃতভাবে সন্তানকে খুন করেনি তা জানিয়ে দিয়েছে সে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল। তাই মানসিক অবসাদে ভুগছিল অভিযুক্ত। রাগের বশেই সন্তানকে খুন করে ফেলে সে।
The post শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া, দুধের সন্তানকে খুন করল মা appeared first on Sangbad Pratidin.