shono
Advertisement

দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে নির্বিচারে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু মহিলার

কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি৷ The post দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে নির্বিচারে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM Jun 05, 2019Updated: 01:09 PM Jun 05, 2019

মাসুদ আহমেদ, শ্রীনগর: ইদের সকাল থেকে উত্তপ্ত উপত্যকা৷ অশান্ত কাশ্মীরের পুলওয়ামা৷ বুধবার সকালে আচমকাই জনবসতি এলাকায় হানা দেয় জঙ্গিরা৷ নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা৷ জঙ্গিদের গুলিতে এক মহিলা নিহত হন৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে প্রত্যেকের৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বাঙালি মেয়ে মুম্বইয়ে বার ডান্স করতে পারলে, হিন্দি শিখতে আপত্তি কেন?’ বিতর্কে তথাগত]

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে একদল জঙ্গি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে ওই এলাকায় হানা দেয়৷ একটি বাড়ির দরজা ধাক্কা দিতে থাকে৷ দরজা খোলার পরই এক মহিলাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা৷ নিজিনা বানো নামে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন৷ ঘটনায় হতচকিত হয়ে যান প্রত্যেকেই৷ তাঁর পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন৷ কী করবেন বুঝে ওঠার আগে ছটফট করতে করতে মারা যান ওই মহিলা৷ ততক্ষণে যদিও বাড়ির ভিতরে ঢুকে পড়ে জঙ্গিরা৷ বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় তারা৷ এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের মধ্যে মহম্মদ সুলতান নামে এক নিরীহ নাগরিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই ব্যক্তি৷ এদিকে, আবার শ্রীনগরের জামিয়া মসজিদের কাছে জাকির মুসা এবং মাসুদ আজহারের নাম লেখা পোস্টার হাতে বেশ কয়েকজন বিক্ষোভ দেখায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপও করে তারা৷ 

[ আরও পড়ুন: ইসলামিক স্টেটের দেওয়াল লিখনে মহেন্দ্র সিং ধোনির নাম, জারি হাই অ্যালার্ট]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ তাতেই শহিদ হন চল্লিশের বেশি সিআরপিএফ জওয়ান৷ সেই ঘটনার পর এখনও চার মাস কাটেনি৷ তার আগেই আবারও জঙ্গি কার্যকলাপে থমথমে পুলওয়ামা৷ দরজা ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে জঙ্গিদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত উপত্যকাবাসী৷ ঘটনা নতুন করে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক আধিকারিকদের৷ ইদের দিন সকালে পুলওয়ামায় নিরীহ মহিলার মৃত্যুর ঘটনায় কোনও জঙ্গি সংগঠনই দায় স্বীকার করেনি৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে৷ এলাকায় জারি হাই অ্যালার্ট৷ নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷

The post দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে নির্বিচারে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement