নন্দন দত্ত, বীরভূম: কয়লা খাদানের পাশের জলাশয় থেকে উদ্ধার বস্তাবন্দি যুবকের টুকরো করা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোলে। দেহ উদ্ধারে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পুলিশ। উত্তেজিত জনতার দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই নারকীয় কাণ্ড। রক্তের বদলে তাঁদেরও চাই রক্ত! ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।
বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোল ব্লকের সাহাপুরের বাসিন্দা ওই যুবক। নাম ইনসান শেখ। বয়স ৩৮ বছর। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কাঁকড়তলা থানা খয়রাশোল ব্লকের এক জলাশয়ের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। বস্তা খুলতেই উদ্ধার হয় ইনসানের টুকরো করা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহ উদ্ধারে বাধা দেন তাঁরা। সাফ জানানো হয়, রক্তের বদলা তাঁদের রক্ত চাই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার।
কিন্তু কেন এই খুন? কী দাবি স্থানীয়দের? জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে পাশের রসাগ্রামের বাসিন্দা এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তা নিয়ে অশান্তি হয়েছে বিস্তর। অনুমান, সেই অশান্তির কারণেই ওই গ্রামের বাসিন্দারা খুন করেছে ইনসানকে। এর জেরেই ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রামের বাসিন্দারা। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত করা হবে। দোষীরা শাস্তি পাবে।