সুমন করাতি, হুগলি: পিসির বাড়িতে দাদুর বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) হিন্দমোটর বিবি স্ট্রিট গঙ্গার ঘটে। নিখোঁজ ওই যুবকের নাম হেমন্ত শর্মা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল যুবকের খোঁজে ডুবুরি নামিয়েছে গঙ্গার বুকে।
হাওড়ার শিবপুরের বাসিন্দা হেমন্ত শর্মা। তিনি একটি একটি ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত ছিলেন। দাদুর বিবাহবার্ষিকী উদযাপন করতে উত্তরপাড়ার মানিকপীর এলাকার বাড়িতে গিয়েছিলেন হেমন্ত। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল দশটায় ভাইপোকে সঙ্গে নিয়ে গঙ্গাস্নানে গিয়েছিলেন যুবক। কথা ছিল রাতে সেলিব্রেশন হবে। তাঁর আগেই মধ্যেই হঠাৎ দুর্ঘটনা। তলিয়ে গেলেন যুবক।
[আরও পড়ুন: যোগ্য তো? নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা]
এ বিষয়ে পরিবারের সদস্য অমিত মিশ্র বলেন, তাঁর ছেলেকে নিয়ে মামার ছেলে অর্থাৎ হেমন্ত গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। ডুব দেওয়ার পর হেমন্ত আর ওঠেননি। এর পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দল তল্লাশি চালাচ্ছে। এই প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, যে গঙ্গার ঘাটগুলো অত্যন্ত বিপজ্জনক সেগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মানুষদের স্নান করা থেকে বাধা দেওয়া সম্ভব নয়। মানুষদের একটু সচেতন হওয়া উচিত গঙ্গায় স্নান করতে নামার আগে।