shono
Advertisement

রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য

ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
Posted: 10:52 AM Sep 11, 2023Updated: 01:31 PM Sep 11, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: খুন নাকি আত্মহত্যা? শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের প্রীতিলতা রোডে একটি বাড়ির ভেন্টিলেটরে যুবকের রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

সোমবার সকালে ওই ফ্ল্যাটের আবাসিকরা দেহটি ভেন্টিলেটর থেকে ঝুলতে দেখেন। তাঁর গলায় ছিল নাইলনের দড়ির ফাঁস। ঝুলন্ত দেহ দেখে গোটা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশেও। যুবকের হাতে ছিল আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে প্রচুর রক্ত পড়ে থাকতেও দেখা যায়।

[আরও পড়ুন: জাতীয় সড়কে শুটআউট, কোচবিহারে গুলিতে খুন অসমের জমি ব্যবসায়ী]

খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। যদিও ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: পরনে অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার