shono
Advertisement

১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নয়া প্যান কার্ডে বাধ্যতামূলক আধার

নয়া নিয়ম নিয়ে কী বলছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস? জানুন এই প্রতিবেদনে। The post ১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নয়া প্যান কার্ডে বাধ্যতামূলক আধার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 AM Jun 11, 2017Updated: 03:14 AM Jun 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন জমা দিতে ও নতুন প্যান কার্ডের আবেদনে ১ জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক৷ শনিবার এ কথা জানিয়ে দিয়েছে সেণ্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)৷ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ সিবিডিটি এদিন তার ব্যাখ্যা দিয়েছে৷ জানিয়েছে যে, শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে আংশিক স্বস্তি পাবেন তাঁরাই, যাঁদের এখনও আধার কার্ড বা আধার এনরোলমেণ্ট আইডি নেই৷ তাই আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করবে না৷ কিন্তু আধার নম্বর পেলে তা কর রিটার্নে যুক্ত করতেই হবে৷ আধার বাধ্যতামূলক করা নিয়ে মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে৷ সেই ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের আধার কার্ড নেই, তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে না৷

Advertisement

[পাক অধিকৃত কাশ্মীর দখলের দাওয়াই বাবা রামদেবের]

কী বলেছে সিবিডিটি? এক, আগামী ১ জুলাই থেকে আধার নম্বর বা আধার এনরোলমেণ্ট আইডি থাকলে আয়কর রিটার্ন ও প্যান কার্ডের আবেদনে সেটা উল্লেখ করতেই হবে৷ দুই, যাঁদের আধার নেই বা আধার কার্ড করাতে ইচ্ছুক নন, তাঁরা সাময়িক নিষ্কৃতি পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে৷ তাই প্যান কার্ড বাতিল বা আয়কর আইনের আওতায় প্যান নম্বর উল্লেখ না করায় অন্য কোনও ব্যবস্থা তাঁদের বিরু‌দ্ধে নেওয়া হবে না৷ তিন, প্যান নম্বর বাতিল হয়ে গেলে ব্যাঙ্কে পরিষেবা বা অন্য কোনও আর্থিক লেনদেনে অসুবিধা হতে পারে৷ তাই এই সাময়িক ব্যবস্থা রাখা হয়েছে৷ শুক্রবার আইন মন্ত্রক, অর্থ মন্ত্রক, সিবিডিটি ও আয়কর দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রায় খতিয়ে দেখে এই ব্যাখ্যা দিয়েছেন৷

[মান্দসৌর কাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীকে ডিম ছুড়লেন কংগ্রেস কর্মীরা]

The post ১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নয়া প্যান কার্ডে বাধ্যতামূলক আধার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার