shono
Advertisement
Lok Sabha 2024

ধর্মীয় উসকানির অভিযোগ, এবার নাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে কংগ্রেস

কংগ্রেসের অভিযোগ, নাড্ডারা মানুষকে বিভ্রান্ত করছেন। ধর্মীয় উসকানি দেওয়ার চেষ্টা করছেন।
Posted: 04:00 PM May 05, 2024Updated: 04:00 PM May 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার জেপি নাড্ডার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কংগ্রেস। ধর্মীয় উসকানির অভিযোগে বিজেপি সভাপতির বিরুদ্ধে নালিশ করেছে কর্নাটক কংগ্রেস। অভিযোগ করা হয়েছে অমিত মালব্য, এবং কর্নাটকের বিজেপি সভাপতি বি এস রাঘবেন্দ্রর বিরুদ্ধে।

Advertisement

আসলে কর্নাটকে সদ্য মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ চালু করেছে কংগ্রেস। বিজেপির অভিযোগ, তফসিলি জাতি, উপজাতির সংরক্ষণ কেড়ে নিয়ে সেটা ধর্মের নামে মুসলিমদের দিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে একটি ভিডিও-ও বানিয়েছে বিজেপি। যে ভিডিও শেয়ার করেন জেপি নাড্ডা, অমিত মালব্য, রাঘবেন্দ্ররা। নাড্ডারা একাধিক জনসভাতেও সে কথা বলেছে।

[আরও পড়ুন: পর পর দুই বাড়িতে চুরি, জানলার গ্রিল ভেঙে বিপুল নগদ ও প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট]

কংগ্রেসের অভিযোগ, নাড্ডারা মানুষকে বিভ্রান্ত করছেন। ধর্মীয় উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের ইস্তেহারে কোথাও মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বলা নেই। কর্নাটকে যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, সেটাও আগে চালু ছিল। বিজেপির আমলে বন্ধ করে দেওয়া হয়। কর্নাটক কংগ্রেসের তরফে বিজেপি সভাপতির বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।

[আরও পড়ুন: ভাষা বিভ্রাটের জের, ৩৪৭ দিন জেলবন্দি কোলের সন্তান-সহ দুই মহিলা]

এর আগে অমিত শাহ, নরেন্দ্র মোদির বিরুদ্ধেও কমিশনে নালিশ করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। তাতেও এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি কমিশন। দায়িত্ব সেরেছে বিজেপিকে সামান্য নোটিস পাঠিয়েই। এবার দেখার শাহের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার জেপি নাড্ডার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কংগ্রেস।
  • ধর্মীয় উসকানির অভিযোগে বিজেপি সভাপতির বিরুদ্ধে নালিশ করেছে কর্নাটক কংগ্রেস।
  • অভিযোগ করা হয়েছে অমিত মালব্য, এবং কর্নাটকের বিজেপি সভাপতি রাঘবেন্দ্রর বিরুদ্ধে।
Advertisement