shono
Advertisement

আধার না থাকলেও স্কুলে ভরতি, কর্তৃপক্ষকে নির্দেশ কেন্দ্রের

আধার ইস্যুতে পিছু হটল কেন্দ্র৷ The post আধার না থাকলেও স্কুলে ভরতি, কর্তৃপক্ষকে নির্দেশ কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Sep 07, 2018Updated: 04:57 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আধার নিয়ে যত গর্জে, তত বর্ষে না কেন্দ্র‍! যত দিন যাচ্ছে, ততই আধার নিয়ে পিছু হটতে শুরু করল নরেন্দ্র মোদির সরকার৷ বিরোধীদের তরফে লাগাতার আক্রমণের জেরেই আধার নীতিতে বদলের সিদ্ধান্ত কেন্দ্রের৷ স্কুলে ছাত্র ভরতির ক্ষেত্রে আধার বাধ্যতামূল করাপর নির্দেশ প্রত্যাহার করে শুক্রবার ইউআইডিএআই কর্তৃপক্ষ জানিয়েছে, আধার কার্ড না থাকলেও স্কুলে ভরতির ক্ষেত্রে কোনওরকম সমস্যা হবে না৷ ফলে, নয়া এই নির্দেশ কার্যকর হাওয়ার জেরে এখন থেকে আধার না থাকলে ছাত্রছাত্রী কিংবা শিশুদের ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ৷

Advertisement

[র্ধ্বমুখী জ্বালানির দাম, আরও মহার্ঘ পেট্রল-ডিজেল]

‌ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ‌ইউআইডিএআই-র এই নয়া বিজ্ঞপ্তি সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ স্কুলে ছাত্র ভরতির ক্ষেত্রে আধার যাতে কোনও বাধা না হয়ে দাঁড়ায়, সেবিষয়ে উদ্যোগী ভূমিকা নিতেও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, আধার কার্ডের অভাবে যাতে একটি শিশুও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে রাজ্যকে৷

[সমাবর্তন অনুষ্ঠানে শচীনকে সাম্মানিক ডি-লিট দেবে যাদবপুর]

শুধু স্কুলে ভরতির ক্ষেত্রে নয়, আধার না থাকার কারণে শিক্ষায় যাতে কোনওরকম বৈষম্য তৈরি না হয়, সেটাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যেহেতু, শিক্ষা যৌথ তালিকার অংশ, ফলে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে আধার নীতি প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের৷ কেন্দ্রের যুক্তি, আধারের অভাবে কোনও শিশুকে যে প্রাপ্য অধিকার, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, এটা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ৷ কিন্তু, এত দিন পর কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার? প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা৷

[সেতু ভেঙে পাসপোর্ট ‘মাটির তলা’য়, স্বপ্নভঙ্গ বিদেশযাত্রার]

The post আধার না থাকলেও স্কুলে ভরতি, কর্তৃপক্ষকে নির্দেশ কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement