shono
Advertisement

সর্বনাশ! প্রতারণার জালে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, খোয়ালেন ৩৩ লক্ষ টাকা

ঘটনাটা ঠিক কী?
Posted: 08:23 PM Nov 05, 2023Updated: 08:23 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারকের পাল্লায় পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। জুতোর ব্যবসায়ী প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ৩৩ লক্ষ টাকার প্রতারণার শিকার তিনি। থানায় এফআইআরও দায়ের করেছেন তিনি।

Advertisement

ঘটনাটা ঠিক কী? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হরিপারওয়াত থানায় আকাশ চোপড়া জানিয়েছেন, কমলেশ পারিখ এবং ধ্রুব পারিখ নামের দুই স্পোর্টস শু ব্যবসায়ী তাঁদের ব্যবসায় লগ্নির জন্য আকাশের (Akash Chopra) থেকে টাকা নিয়েছিলেন। মোট ৫৭ লক্ষ ৮০ হাজার টাকা ধ্রুবকে দিয়েছিলেন প্রাক্তন তারকা। চুক্তি হয়েছিল, এই অর্থ ২০ শতাংশ সুদে আগামী ৩০ দিনের মধ্যে আকাশ চোপড়াকে ফেরত দেবেন ধ্রুব। এমনকী সেই অর্থ যে চেকে ফেরত দেওয়া হবে, তাও তৈরি করে রাখা হয়েছিল। কিন্তু একমাস বলে দেখতে দেখতে পেরিয়ে যায় একটা গোটা বছর। তার মধ্যে ধাপে ধাপে ২৪ লক্ষ ৫০ টাকা ফেরত পান আকাশ। কিন্তু বাকি অর্থ মেলেনি।

[আরও পড়ুন: ইডেনে বিরাট বাহিনির ম্যাচ দেখতে ব্যস্ত দেব, এদিকে মুম্বইতে জিতের সঙ্গে রুক্মিণী!]

আকাশ জানাচ্ছেন, তিনি ধ্রুবর বাবা কমলেশের সঙ্গেও এ নিয়ে কথা বলেছিলেন। আকাশকে কমলেশ প্রতিশ্রুতি দেন, তাঁর ছেলের হয়ে তিনিই বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু শেষমেশ সেই কথা রাখেননি। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের আইনি নোটিসও পাঠান। কিন্তু বাকি ৩৩ লক্ষ টাকা কোনওভাবেই আদায় করা সম্ভব হয়নি। আর সেই কারণেই এবার এফআইআর করলেন তিনি। এসএইচও অরবিন্দ কুমার জানিয়েছেন, আকাশ চোপড়া থানায় এই সংক্রান্ত যে নথিপত্র জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হবে।

আকাশ চোপড়ার বিষয়টি সামনে আসার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন নামী তারকাই যদি প্রতারণার ফাঁদে পড়ে গিয়েও টাকা ফেরত না পান, তাহলে সাধারণ মানুষের কী দশা হবে!

[আরও পড়ুন: জল্পনাই সত্যি, সিপিএমের দলীয় মুখপত্রের সম্পাদক বদল, নতুন দায়িত্বে শমীক লাহিড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement