shono
Advertisement

Breaking News

নিজে মাত্র ১০ টাকায় বিয়ে করেছিলেন! মেয়ে ইরার জন্য উদয়পুরে রাজকীয় আয়োজন আমির খানের

উদয়পুরের রাজপ্রাসাদে এলাহি ব্যবস্থা! কত খরচ জানেন?
Posted: 08:53 PM Jan 07, 2024Updated: 08:53 PM Jan 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই আমিরকন্য়ার বিয়ে। উদয়পুরের তাজ লেক প্যালেসে ৮ জানুয়ারি বসছে ইরা খানের বিবাহ আসর (Ira Khan Wedding)। দিন তিনেক আগেই আয়োজন খতিয়ে দেখতে চলে গিয়েছেন বাবা আমির খান (Aamir Khan)। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনও খামতি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট! অথচ নিজে কিনা মাত্র ১০ টাকা খরচ করে বিয়ে সেরেছিলেন।

Advertisement

আমিরের প্রথম বিয়ের কথা। মুম্বইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রিনা দত্তর সঙ্গে পালিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। কী ঘটেছিল সেদিন? বান্দ্রা ওয়েস্ট স্টেশনে নেমেই ব্রিজ পার করেন অভিনেতা। তারপর সোজা হাইওয়ে অবধি হেঁটে চলে যান। সেখানে গৃহনির্মান ভবনের ম্যারেজ রেজিস্টার অফিসে যান। তারপর যৎসামান্য খরচায় পরিণতি পায় রিনা-আমিরের প্রেম। যদিও ১৬ বছরের বেশি টেকেনি তাঁদের দাম্পত্য! তবে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার।

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান ইতিমধ্যেই বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল ‘শ্বশুর’ আমির খানকে।

[আরও পড়ুন: বিয়ের আগে যোগব্যায়াম প্র্যাকটিস! উদয়পুরে সদলবলে পৌঁছেই আমিরকন্যা ইরার কীর্তি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement